কুমিল্লার
দেবিদ্বারে গোমতী নদী থেকে পাঁচ বস্তা বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করেছে
পুলিশ। মঙ্গলবার (২২জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলা সদরের পুরাতন বাজার
সংলগ্ন কুশাগাজী বাড়ির নিকটবর্তী গোমতী নদী থেকে এসব মদের বস্তা উদ্ধার করা
হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার
দুপুরে কুশাগাজী বাড়ির কাছে গোমতী নদীতে একটি গাছের গুঁড়ির সঙ্গে বাঁধা
অবস্থায় কয়েকটি বস্তা ভাসতে দেখেন এলাকাবাসী। বিষয়টি সন্দেহজনক মনে হলে
তাঁরা পুলিশে খবর দেন।
খবর পেয়ে দেবিদ্বার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে
স্থানীয়দের সহযোগিতায় নদী থেকে মদের বস্তাগুলো ওপরে তুলে আনেন। বস্তা গুলো
খুলে প্রত্যেক বস্তায় বিদেশি মদ ও বিয়ারের বোতল পাওয়া যায়। পরে পাঁচটি
বস্তায় ৫০ বোতল বিদেশি মদ ও ১২৮ ক্যান বিয়ার পাওয়া যায়। স্থানীয়দের ধারণা
পাচার অথবা স্থানীয় কোনো গ্রাহকের কাছে বিক্রির উদ্দেশ্যে মাদক কারবারীরা
বস্তাগুলো এখানে নিরাপদে পানির নিচে ডুবিয়ে রাখে।
দেবিদ্বার থানার
অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ বলেন, “স্থানীয়দের
সহযোগিতায় আমরা পাঁচ বস্তা মদ ও বিয়ারক্যান উদ্ধার করছি। তবে এ ঘটনায় এখনো
কাউকে আটক করা যায়নি। দেবিদ্বার থানায় অজ্ঞাত আসামির বিরুদ্ধে একটি মামলা
দায়ের করা হয়েছে এবং মাদক কারবারীদের চিহ্নিত করতে তদন্ত অব্যাহত রয়েছে।