রোববার ১৩ জুলাই ২০২৫
২৯ আষাঢ় ১৪৩২
লাকসামকে অপরাধীদের স্বর্গরাজ্য বানাতে দিব না-ইসলামী যুব আন্দোলন
মোহাম্মদ আবদুর রহিম
প্রকাশ: রোববার, ১৩ জুলাই, ২০২৫, ১:০২ এএম |


পাথর মেরে মানুষ হত্যা দেশব্যাপী খুন ও চাঁদাবাজির বিরুদ্ধে লাকসামে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।
শনিবার (১২ জুলাই) বাদ যোহর ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লার দক্ষিণ শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি লাকসাম মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে লাকসাম বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাইপাস চৌরাস্তায় এসে শেষ হয়।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণের সহ-সভাপতি আব্দুল মমিন মজুমদারের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও কুমিল্লা জেলা দক্ষিণের সভাপতি মুফতি শামসুদ্দোহা আশরাফী, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক এবং লাকসাম পৌরসভার মেয়র পদপ্রার্থী মাওলানা মোরশেদুল আলম।
বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপি লাকসাম উপজেলার প্রধান সমন্বয়ক আল মাহমুদ (ফজলে রাব্বী)।
বক্তব্যে নেতৃবৃন্দ ঢাকার মিটফোর্ডে পাথর মেরে হত্যাসহ সারাদেশে খুন, ধর্ষণ ও চাঁদাবাজীর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।
নেতৃবৃন্দ বলেন, বিএনপি সারাদেশে চাঁদাবাজি করছে, নেতারা এসব দলীয় সন্ত্রাসদেরকে নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিয়েছে।
চাঁদাবাজি ও খুন করার কারণে পতিত ফ্যাসিবাদের যেই পরিণতি হয়েছে, নব্য ফ্যাসিবাদেরও অভিন্ন পরিণতি হবে। এই দেশে চাঁদাবাজ, গুন্ডাদের কোনো যায়গা হবে না।
নেতৃবৃন্দ প্রশাসনের নির্বিকার ভূমিকারও সমালোচনা করেন। তারা বলেন, দেশের মানুষের ট্যাক্সের টাকায় সুবিধা ভোগ করে প্রশাসন জনগণের নিরাপত্তা দিচ্ছে না। এটা জনগণের সাথে প্রতারণার শামিল। অবিলম্বে সরকারের উচিত জনপ্রশাসনকে কার্যকর করার ব্যবস্থা নেয়া।
লাকসাম পৌরসভা সম্ভাব্য মেয়র প্রার্থী মাওলানা মোরশেদুল আলম বলেন, লাকসামে কোন চাঁদাবাজি, টেন্ডারবাজী, দখলবাজী চলবে না। ইনশাআল্লাহ লাকসাম অপরাধীদের স্বর্গরাজ্য বানাতে দিব না।
এসময় আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় আলিয়া মাদ্রাসা সম্পাদক ছাত্রনেতা রশীদ আহমাদ রায়হান, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা দক্ষিণ সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান হাসিব, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর সভাপতি মাওলানা নুরে আলম, ইসলামী যুব আন্দোলনের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলনের সহ-সভাপতি নুরে আলম, এনসিপি লাকসাম উপজেলার সিনিয়র যুগ্ন সমন্বয়ক আশিকুল ইসলাম, সদস্য জিসান আহমেদ, মেহেদী হাসান, ইমান হোসেনসহ মনোহরগঞ্জ উপজেলার প্রধান সমন্বয়ক মোস্তাফিজুর রহমান মাসুদ, যুগ্ম সমন্বয়ক আদিত্য শাহরিয়ার প্রমুখ।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা শহর বিএনপির নেতা আইনজীবী আতিকুল ইসলামের ইন্তেকাল
কুমিল্লায় ওয়ার্ড আ.লীগ সভাপতি আব্দুল হামিদকে মারধর করে পুলিশে সোপর্দ
কুমিল্লা অঞ্চলে ৫ বছরে বন্ধ হলো আঠারো জোড়া ট্রেন
কুমিল্লায় ইসলামী যুব আন্দোলনের বিক্ষোভ
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, কুমিল্লা দক্ষিণ জেলার আহ্বায়ক কমিটি গঠন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় ওয়ার্ড আ.লীগ সভাপতি আব্দুল হামিদকে মারধর করে পুলিশে সোপর্দ
শিক্ষা-সামাজিক ও মানবিক সংগঠন ‘আমরা কুমিল্লার তরুণ প্রজন্ম’-এর দেবিদ্বার উপজেলা আহ্বায়ক কমিটি গঠিত
ঠাকুরগাঁওয়ে বিএনপির মহাসচিবের ভাইয়ের ওপর হামলা, গাড়ি ভাঙচুর
কুমিল্লায় হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
কুমিল্লা অঞ্চলে ৫ বছরে বন্ধ হলো আঠারো জোড়া ট্রেন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২