ঢাকায়
প্রকাশ্যে ব্যবসায়ীকে হত্যা এবং চাঁদপুরে এক ইমামের ওপর অতর্কিত হামলার
প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ খেলাফত মজলিস কুমিল্লা
মহানগর শাখা।
বৃহস্পতিবার (১১ জুলাই) কুমিল্লা নগরীতে আয়োজিত এ প্রতিবাদ
মিছিলে অংশ নেন সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। মিছিল শেষে সংক্ষিপ্ত
সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন মহানগর সভাপতি মাওলানা
সোলাইমান, জেলা সহ-সেক্রেটারি মাওলানা জামিল আহমেদ আশরাফী, মহানগর
সেক্রেটারি মাওলানা ইমাম হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা অবিলম্বে
এসব হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
পাশাপাশি দেশে ইসলামী মূল্যবোধ ও আইনশৃঙ্খলার উন্নয়নে সরকারের কার্যকর
ভূমিকা রাখার আহ্বান জানান তারা।