কুমিল্লায়
অবস্থানরত এবং কুমিল্লায় জন্মগ্রহণকারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ও
বর্তমান শিক্ষার্থীদের নিয়ে মিলনমেলা-২০২৫ এর আয়োজন করা হয়েছে। আজ ৫ জুলাই
দিনব্যাপী এ মিলনমেলা অনুষ্ঠিত হবে কুমিল্লার ঢুলিপাড়ায় অবস্থিত ফানটাউনে।
সব মত-পথের শিক্ষার্থীদের একত্রিত করবার এ প্রয়াসে প্রধান অতিথি হিসেবে
উপস্থিত থাকবেন বিশিষ্ট রাজনীতি বিজ্ঞানি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের
উপাচার্য ড. মোহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত দুজন উপ উপাচার্য যথাক্রমে ড. মো.
শামীম উদ্দীন খান (শিক্ষা) এবং ড. মো. কামাল উদ্দীন (প্রশাসন) । দীর্ঘদিন
ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ মিলনমেলা প্রশ্নবিদ্ধ ছিলো । নানান
বিশ্বাসের শিক্ষার্থীরা নানাকারণে একই ছায়াতলে সমবেত হতে দ্বিধান্বিত ছিলো।
নতুন বাংলাদেশে ২৭তম ব্যাচের শিক্ষার্থী অধ্যক্ষ মোহাম্মদ আবদুল হান্নানের
আহবানে সকল মতের পথের সাবেক-বর্তমান শিক্ষার্থীরা একই প্ল্যাটফর্মে আসতে
সম্মত হয়েছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক ভিপি এবং জিএসগণ
এ মিলনমেলায় অংশগ্রহণ করবেন। দিনব্যাপী এ অনুষ্ঠানকে প্রাণবন্ত করবার জন্য
আমন্ত্রণ জানানো হয়েছে দেশের নন্দিত কণ্ঠশিল্পী আসিফ আকবরকে। এছাড়াও
আমন্ত্রণ জানানো হয়েছে দেশের জননন্দিত কাওয়ালি ব্র্যান্ড আজাদী মঞ্চকে।
কুমিল্লার সাড়া জাগানো সংগঠন ইতিবৃত্ত সাংস্কৃতিক সংসদকেও আমন্ত্রণ জানানো
হয়েছে। সকাল আটটা থেকে সন্ধ্যা পৌনে সাতটা পর্যন্ত মিলনমেলার কার্যক্রম
চলবে। রেজিস্ট্রেশন সম্পন্নকারী সবাইকে যথাসময়ে উপস্থিত থাকবার জন্য
আহবায়কের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।