চাঁদপুরের শাহরাস্তিতে মোবাইল কোর্টে স'মিল (করাত কল) মালিককে জরিমানা প্রদান করা হয়েছে।
(২১
জুন ২০২৫) শনিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানা'র
নির্দেশনায় উপজেলার বিভিন্ন এলাকার রাস্তার দুই পাশে স'মিল মালিকদের
বিভিন্ন গাছের টুকরো রেখে পাবলিক চলাচলের পথে বাধা সৃষ্টি ও ব্যবসায়িক করাত
কলের কাগজপত্র না থাকায় করাত কল আইনের এর বিভিন্ন ধারার অপরাধে অভিযুক্ত
ব্যক্তিকে মোবাইল কোর্টে অর্থদণ্ড প্রদান করেন।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার।
উক্ত
মোবাইল কোটে সহযোগিতা করেন শাহরাস্তি থানা পুলিশ। সহকারী কমিশনার
(ভূমি)কার্যালয়ের সূত্রে জানা যায় উপজেলা বিভিন্ন করাত কলের মালিকপক্ষকে
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ করা হয়েছে যে সকল মালিকপক্ষ আপনাদের
করাত কল ব্যবসায়িক প্রতিষ্ঠানের আশে পাশে বিভিন্ন গাছের টুকরো রেখে রাস্তার
যানজট সৃষ্টি করা অপরাধে সকল মালিকপক্ষকে আগামী এক সপ্তার মধ্যে ওনাদের
গাছ গুলো নির্দিষ্টস্থানে নিয়ে রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল,
অন্যথায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে রাষ্ট্রীয় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ
করা হবে।