চাঁদপুরে
মেয়াদোত্তীর্ণ টেস্টের কিট পাওয়ায় দুটি ডায়াগনস্টিক সেন্টার মালিককে ৩০
হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৭ মে) দুপুরে শহরের শহীদ মিনার ও
সদর হাসপাতাল এলাকায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ
অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
তিনি বলেন,
নিয়মিত অভিযানের অংশ হিসেবে সদর হাসপাতাল ও শহীদ মিনার এলাকায় অভিযান
পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
মেয়াদোত্তীর্ণ টেস্টের কিট পাওয়ায় নিউ মডার্ন ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার
মালিককে ১০ হাজার টাকা এবং ফেমাস ডায়াগনস্টিক সেন্টার মালিককে ২০ হাজার
টাকা জরিমানা করা হয়।
অভিযানে জেলা স্বাস্থ্য পরিদর্শক মো. নজরুল ইসলাম ও
সদর মডেল থানা পুলিশের একটি দল সার্বিক সহায়তা করেন। এ ধরণের অভিযান
অব্যাহত থাকবে বলে জানান তিনি।