জুলাই
আন্দোলনের সম্মুখ যোদ্ধা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা
ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্যের হত্যা
প্রতিবাদে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল করেছে।
২৬ মে সোমবার বিকাল পাঁচটায় কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভ
মিছিল শেষে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি কাজী জোবায়ের আলম
জিলানী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের
সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্যের হত্যাকাণ্ডের সাথে
জড়িতদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। বিচার বিলম্বিত হলে সরকার
পতনের আন্দোলন ডাক দেয়া হবে হুশিয়ারী দেন তিনি।
কুমিল্লা মহানগর
ছাত্রদলের সভাপতি নাহিদ রানা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান
হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্যের
হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচার না হওয়া পর্যন্ত ছাত্রদল ঘরে ফিরে যাবে
না। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিব উদ্দিন রাকিব ও সাধারণ সম্পাদক নাছির
উদ্দিন নাছির ভাইয়ের নেতৃত্বে সাম্য হত্যার বিচারের দাবিতে কুমিল্লা
মহানগর ও দক্ষিণ জেলা ছাত্রদল মাঠে থাকবে।
বিক্ষোভ মিছিলে উপস্থিত
ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এমদাদুল হক ধীমান,
সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন রবিন, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক
ইসমাইল হোসেন সহ কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা ছাত্রদলের সহস্রাধিক
নেতাকর্মী ।