ইন্দোনেশিয়া ও জর্ডানের বিপক্ষে প্রীতি ম্যাচ সামনে রেখে হওয়া সংবাদ সম্মেলনে সাবিনা খাতুন, মাসুরা পারভীনের মতো অভিজ্ঞদের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন হল বেশি। বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের কোচ পিটার জেমস বাটলার উত্তর দিলেন কৌশলে। ‘দুয়ার খোলা’ যেমন বললেন, তেমনি সাবিনা-মাসুরাদের শেষ দেখার কথাও শুনিয়ে দিলেন স্পষ্ট উচ্চারণে!
উইমেন’স এশিয়া কাপের বাছাই সামনে রেখে সোমবার জর্ডান সফরে যাচ্ছে বাংলাদেশ। এই সফরে ৩১ মে স্বাগতিক জর্ডান ও ৩ জুন ইন্দোনেশিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে দল।
এ উপলক্ষে ২৩ জনের দল দিয়েছেন বাটলার। সেখানে গত উইমেন’স সাফ জয়ের পর তার বিরুদ্ধে ‘বিদ্রোহ’ করা ১৮ জনের মধ্যে ৯ জন জায়গা পেয়েছেন। সাবিনা, মাসুরা, নিলুফা ইয়াসমিন নীলা, সানজিদা আক্তার, কৃষ্ণা রানী সরকারদের মতো অভিজ্ঞদের ঠাঁই মেলেনি। বর্তমানে তারা খেলছেন ভুটানের লিগে।
টানা দুইবারের সাফ জয়ী এই অভিজ্ঞদের অনুপস্থিতি নিয়ে ওঠা প্রশ্নে বাটলার তুলে ধরেন দল চূড়ান্ত করার ক্ষেত্রে তার বিবেচ্য বিষয়গুলো। ম্যাচ টাইম, গেম টাইম, ইনজুরি, ফিটনেসসহ নানা দিক খুটিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়ার কথা বললেন এই ইংলিশ কোচ।
“(বিদ্রোহীদের মধ্যে) যারা ফিরেছে, তাদের নিয়ে আমি খুশি। তাদের মনোভাব দারুণ। এ নিয়ে কোনো সমস্যা নেই আমার। একটু কমতি নিয়ে তারা ক্যাম্পে ফিরে এসেছে, ফিটনেস হয়তো দুর্দান্ত ছিল না, কিন্তু তারা দ্রুত রিকভার করেছে, গতি ফিরে পেয়েছে।”
“বর্তমান ফর্ম, কত মিনিট খেলেছে, গত ছয় মাসে ক্লাব পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে কতটা খেলেছে, এগুলোই আমরা বিবেচনায় নিয়েছি। কারো পরিচয় নয়, আমাদের খেলার দর্শনের সাথে মানানসই কিনা, কৌশলের সাথে যায় কিনা এগুলোও ছিল বিবেচ্য।”
সাবিনা দেশের নারী ফুটবলের সেরা তারকা। জাতীয় দলের হয়ে ৫৬ ম্যাচ খেলার অভিজ্ঞতায় ঋদ্ধ তিনি। গোল করেছেন ৩৬টি। তবে ৩১ বছর বয়সী এই ফরোয়ার্ডের শেষ দেখছেন বাটলার।
“সত্যি বলতে আমি মনে করি, সাবিনা তার দৌড়টা দৌড়েছে। আমি পুরোপুরি বাস্তববাদী। আমি মনে করি, তার সময়টা শেষ হয়ে আসছে। আমার মনে হয়, এখন আমাদের এগিয়ে যেতে হবে। এরকম (ভুটান) একটা লিগে খেলাৃআমি বিশ্বাস করি না, এটা একটা লিগ এবং আমি তাদের অশ্রদ্ধা করছি না, কিন্তু এই লিগে খেলা হেঁটে হেঁটে খেলার মতো।”
“মাসুরার ব্যাপারেৃআমি যদি নির্মম সত্যিটা বলি, তা হচ্ছে, তার ফিটনেসই নেই। এছাড়া বাকিদের ব্যাপারে, কৃষ্ণা লম্বা সময় চোটে ছিল, নীলার চোট আছে, সানজিদা অনেক দিন খেলার মধ্যে নেই। এরকম অনেক বিষয় বিবেচনায় নিয়েছি তাদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে। তবে ফেরার দরজা কারো জন্য বন্ধ নয়।”
আসছে সফরে দুই প্রতিপক্ষের চেয়ে ফিফা র্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে বাংলাদেশ। জর্ডান ৭৪তম, ইন্দোনেশিয়া ৯৪তম, সেখানে বাংলাদেশের অবস্থান ১৩৩তম। বাটলারের কথায় বর্তমান স্কোয়াড তিনি সাজিয়েছেন, বাছাইয়ের ভাবনা সামনে রেখে।
“আমি যখন স্কোয়াড চূড়ান্ত করি, আমি দেখি না, এই খেলোয়াড় দলে ছয় বছর, দশ বছর খেলেছে কিনা। আমি এই উপায়ে কাজ করি না। আমি পরিসংখ্যান ও তথ্য-উপাত্ত দেখি এবং নিজেকে প্রশ্ন করি- ছয় সপ্তাহ পর এই খেলোয়াড়টি আসলেই মিয়ানমারে গিয়ে খেলার সামর্থ্য রাখে কী? আমি মনে করি, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, দল সাজাতে আপনাকে অনেক অনেক বিষয় বিবেচনায় নিতে হবে।”