সদ্য
সমাপ্ত জাতীয় কারাতে চ্যাম্পিয়নশিপে মারামারির ঘটনা ঘটেছিল। অপ্রীতিকর সেই
ঘটনার প্রকৃত দোষীদের শাস্তি প্রদানের জন্য ফেডারেশন তিন সদস্যের একটি
তদন্ত কমিটি করে। গতকাল শনিবার সেই কমিটির প্রতিবেদন জমা দেয়ার সময়সীমা
থাকলেও পারেনি।
তদন্ত কমিটির আহবায়ক ফেডারেশনের সহ-সভাপতি এহসানুল কবির
বলেন, ‘আমরা তদন্ত কার্যক্রমে কয়েকজনের সঙ্গে ইতোমধ্যে কথা বলেছি।
অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে কয়েকজন দেশের বাইরে রয়েছেন। এজন্য খানিকটা
বিলম্ব হয়েছে। তাদের সঙ্গে যোগাযোগ হলেও তাদের কাছে আমরা লিখিত বক্তব্য
চেয়েছি, সেটা এখনো পাইনি।’
গতকাল কারাতে ফেডারেশনের নির্বাহী কমিটির
সভা ছিল। সেই সভা ছিল মূলত কারাতে চ্যাম্পিয়নশিপের তদন্ত কমিটিকে ঘিরেই।
কারণ তদন্ত প্রতিবেদন সভায় পেশ হলে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত আসত। তদন্ত
প্রতিবেদন না আসায় সিদ্ধান্ত আরো ঝুলে গেল। নির্বাহী কমিটি তদন্ত কমিটির
কার্যক্রমের মেয়াদ বাড়িয়েছে। তদন্ত কমিটি ২৮ মে’র মধ্যে প্রতিবেদন জমা দিতে
চায়।
কালকের সভায় জুলাইয়ে শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য কারাতে
চ্যাম্পিয়নশিপে ফেডারেশনের ব্যবস্থাপনায় ১০ জন কারাতেকা পাঠানোর সিদ্ধান্ত
হয়েছে। পাশাপাশি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান থেকেও ৬ জন খেলোয়াড় এতে
অংশগ্রহণ করবে বলে জানা গেছে।