আসর
জুড়ে দুর্দান্ত পারফর্ম করলেও ফাইনালে এসে সুবিধা করতে পারেননি রিশাদ
হোসেন। এদিন খানিকটা খরুচে ছিলেন এই লেগ স্পিনার। তাতে তার দলও বোলিংয়ে
ভালো করতে পারেনি। লাহোরের বিপক্ষে আগে ব্যাট করতে নির্ধারিত ২০ ওভারে ৯
উইকেট হারিয়ে ২০১ রান সংগ্রহ করেছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স।
ইনিংসের
অষ্টম ওভারে প্রথমবারের মতো আক্রমণে আসেন রিশাদ হোসেন। বল হাতে শুরুটা ভালো
হয়নি বাংলাদেশি লেগ স্পিনারের। প্রথম বলেই রিশাদকে ডিপ পয়েন্ট দিয়ে চার
মারেন হাসান নাওয়াজ। তৃতীয় বলে মেরেছেন আরও একটি। সবমিলিয়ে নিজের প্রথম
ওভারে ২ চারে ১০ রান দেন রিশাদ।
নিজের দ্বিতীয় ওভারে আরও খরুচে রিশাদ।
ডানহাতি লেগ স্পিনারকে প্রথম বলেই লং অনের উপর দিয়ে ছক্কা মারেন হাসান
নাওয়াজ। পরের দুই বলে হাসান নাওয়াজ দুই চার মেরেছেন কভারের উপর দিয়ে। প্রথম
তিন বলে ১৪ রান দেয়া রিশাদ পরের তিন বলে দিয়েছেন ২ রান। সবমিলিয়ে দ্বিতীয়
ওভারে রিশাদের খরচ ১৬ রান।
তবে তৃতীয় ওভারে দারুণভাবে ঘুরে দাঁড়ান
ডানহাতি এই লেগ স্পিনার। সেই ওভারে ১১ রান দিলেও নিয়েছেন আভিস্কা
ফার্নান্দোর উইকেট শিকার করেন। উইকেট পাওয়ার পর কিছুটা হলেও আত্মবিশ্বাস
ফিরে পান এই লেগি।
নিজের শেষ ওভারে অবশ্য দারুণ বোলিং করেছেন রিশাদ।
মাত্র ৫ রান দিয়েছেন সেই ওভারে। সবমিলিয়ে পিএসএলের ফাইনালে ৪ ওভারে ৪২ রান
খরচা করে এক উইকেট পেয়েছেন রিশাদ।