প্রকাশ: রোববার, ২৫ মে, ২০২৫, ১:৪৯ এএম |

কুমিল্লার
দেবিদ্বারে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন চলাকালে স্বেচ্ছাসেবক দল নেতা
আব্দুর রাজ্জাক রুবেলকে গুলি করে হত্যা ও শিক্ষার্থী আবু বকরকে পিটিয়ে আহত
করার ঘটনায় মামলায় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগ নেতাসহ তিনজনকে গ্রেপ্তার
করেছে দেবিদ্বার থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে পৃথক তিনটি
অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।শনিবার (২৪ মে) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি
গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি)
ছামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ।
গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার বরকামতা
ইউনিয়নের মতিন সরকারের ছেলে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সহ সভাপতি মো.
ইমরান সরকার (২৮), ভানী ইউনিয়নের খাদঘর গ্রামের মো. কামরুজ্জামানের ছেলে
কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সদস্য ফরহাদ হোসেন (২৩) ও দেবিদ্বার
পৌরসভার বানিয়াপাড়া এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে পৌর স্বেচ্ছাসেকলীগের
সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক (৩৮) ।
থানা সূত্রে জানা গেছে, গোপন
সংবাদের ভিত্তিতে দেবিদ্বার থানার উপ পরিদর্শক (এস আই) মো. মাজহারুল
ইসলাম, মেহেদী হাসান ও শুভ কুমার শুরসহ পুলিশের একটি টিম পৃথক অভিযান
চালিয়ে তিনজনকে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়,
গ্রেপ্তারকৃতরা এজহারনামীয় আসামী। তারা গত ৪আগষ্টেআন্দোলন চলাকালে
শিক্ষার্থীদের উপর হামলা চালায়। যার একাধিক ভিডিও ফুটেজ ও স্থির চিত্র
রয়েছে। গ্রেপ্তারকৃতরা স্বেচ্ছাসেবক দল নেতাআব্দুর রাজ্জাক রুবেলকে
প্রকাশ্যে গুলি করে হত্যাসহশিক্ষার্থী আবু বকরকে পিটিয়ে হত্যাচেষ্টার ঘটনায়
জড়িত।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ
ইলিয়াছবলেন, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দেবিদ্বার পৌর এলাকার
বানিয়াপাড়ার নিজ বাড়ি থেকে স্বেচ্ছাসেবকলীগ নেতা আব্দুর রাজ্জাক ও
ছাত্রলীগের দুই নেতা ইমরান এবং ফরহাদকে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা
হয়। পরে ভিডিও ফুটেজ ও স্থীরচিত্র দেখে তাদের শনাক্ত করা হয়েছে। তাদের
বিরুদ্ধে হত্যা ও হত্যাচেষ্টার মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে শনিবার
দুুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
0