চৌদ্দগ্রাম
প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে সংঘবদ্ধ চোরচক্র সৌদিআরব প্রবাসীর
বসতঘরের তালা ভেঙে ২ ভরি স্বর্ণালঙ্কার ও ইসদ টাকাসহ প্রয়োজনীয় জিনিস চুরির
অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে পৌরসভার চান্দিশকরা গ্রামের পশ্চিম
পাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী রাশেদা আক্তার বাদি
হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
অভিযোগে উল্লেখ করা হয়, পশ্চিম
চান্দিশকরার সৌদিআরব প্রবাসী শাহিন আলমের স্ত্রী রাশেদা আক্তার বৃহস্পতিবার
বসতঘরের গেইটে তালা লাগিয়ে পিতার বাড়িতে বেড়াতে যায়। শুক্রবার সকালে চুরির
ঘটনার খবর পেয়ে বাড়িতে ফিরে আসেন।
তিনি
জানান, শুক্রবার ভোর রাতের যে কোন সময়ে চোরচক্র তালা ভেঙে ঘরে প্রবেশ করে ২
ভরি স্বর্ণ, কোরবানির জন্য পাঠানো ৪৫ হাজার টাকা, ওয়ারড্রপ ও আলমিরায় থাকা
প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ মালামাল নিয়ে যায়।
শনিবার বিকেলে চৌদ্দগ্রাম
থানার এএসআই তুহিন হোসেন, চুরির ঘটনায় অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন
করেছি। লোকজন না থাকার সুযোগে পিছনের জানালা দিয়ে ঘরে প্রবেশ করে চোরচক্র এ
কাজ করেছে’।