কুমিল্লার
লালমাইয়ে মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ না করা, ডিলিং লাইসেন্স ব্যতীত
অত্যাবশ্যকীয় পণ্যসমূহ বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮
ধারা এবং অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর ৩ ধারা লংঘনে ৬ (ছয়) জন
ব্যবসায়ীকে ১০০০০ (দশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।
শনিবার
(২৪ মে) বিকেলে উপজেলার হরিশ্চর বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা
নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রি খীসা। মোবাইল কোর্ট
পরিচালনায় সহযোগিতা করেন লালমাই থানা পুলিশ।
উপজেলা নির্বাহী অফিসার
হিমাদ্রি খীসা বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়েছে। তাদের
সতর্ক করা হয় যেন ভবিষ্যতে এমন অপরাধ আর না করে। একইসঙ্গে ব্যবসায়ীদের
নিয়মিত পণ্যের মূল্য তালিকা হালনাগাদ করা এবং পণ্য ক্রয়-বিক্রয়ে পাকা রশিদ
সংরক্ষণ করার প্রতি আহ্বান করা হয়েছে। আগামী ঈদুল আযহাকে কেন্দ্র করে
দ্রব্য মূল্যের উপরে নিয়মিত মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।