বাংলাদেশ
প্রিমিয়ার ফুটবল লিগে মোহামেডানের শিরোপা নিশ্চিত হয়েছে। চট্টগ্রাম আবাহনী
ও ঢাকা ওয়ান্ডারার্সের অবনমিত হয়েছে। প্রিমিয়ার লিগে এখন শুধু আকর্ষণ
রানার্স আপ নিয়ে। ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংসের মধ্যে সেই লড়াইয়ে এখন
আবাহনীই এগিয়ে।
আজ প্রিমিয়ার ফুটবল লিগে আবাহনী ও কিংস দুই দলেরই ম্যাচ
ছিল। ঢাকা আবাহনী ১-১ গোলে রহমতগঞ্জের বিপক্ষে পয়েন্ট খুইয়েছে। রহমতগঞ্জ
আগের রাউন্ডে চ্যাম্পিয়ন মোহামেডানকে হারিয়েছে। গত ম্যাচে রহমতগঞ্জের
হ্যাটট্রিক ম্যান স্যামুয়েল বোয়েটাং আজও গোল করেছেন। নাইজেরিয়ান এমেকার
গোলে আবাহনী ৬৪ মিনিটে লিড নেয়। দশ মিনিট পর ঘানাইয়ান স্যামুয়েল ম্যাচে
সমতা আনেন।
আবাহনী পয়েন্ট হারানোয় কিংসের সুযোগ ছিল ব্যবধান
কমানোর। বসুন্ধরা কিংস হোম ম্যাচে সেই সুযোগ হাতছাড়া করেছে। তারা কিংস
অ্যারেনায় ফর্টিজ এফসি’র বিপক্ষে পয়েন্ট হারিয়েছে। এই ম্যাচটিও ১-১ গোলে
ড্র হয়েছে। কাকতালীয়ভাবে এই ম্যাচের দুই গোলও দ্বিতীয়ার্ধে। ৬৭ মিনিটে
আব্দুল্লাহ ফর্টিজকে লিড এনে দেন। ১৩ মিনিট পর খেলায় সমতা আনেন শেখ
মোরসালিন।
১৭ ম্যাচ শেষে কিংসের পয়েন্ট ২৯। সমান ম্যাচে আবাহনীর পয়েন্ট
৩২। শেষ রাউন্ডে আবাহনীর প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন। ঐ ম্যাচে আবাহনী ড্র
করলেই লিগে রানার্স আপ হবে। কিংসের রানার্স আপ হওয়ার সুযোগ এখনো অবশ্য
রয়েছে। সেক্ষেত্রে রয়েছে যদি কিন্তু আবাহনীকে ব্রাদার্সের বিপক্ষে হারতে
হবে এবং বসুন্ধরাকে জিততে হবে। তখন দুই দলের পয়েন্ট সমান হলে গোল ব্যবধানে
এগিয়ে থাকায় কিংস রানার্স আপ হবে। বসুন্ধরার লিগের শেষ প্রতিপক্ষ ঢাকা
ওয়ান্ডারার্স।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সব মনোযোগ যেন এখন ১০ জুন
সিঙ্গাপুর ম্যাচের দিকে। আজ বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে দু’টি
গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। রাত সাড়ে আটটা পেরিয়ে গেলেও বাফুফে গণমাধ্যমে
আনুষ্ঠানিকভাবে ম্যাচগুলোর ফলাফল প্রদান করেনি। তাদের অফিসিয়াল ফেসবুক
পেজেও দেয়নি। এভাবেই দেশের ফুটবলের শীর্ষ স্তরের লিগের প্রতি মনোভাব
বাফুফের! দুই-একজন কর্মকর্তা ব্যস্ত বুলি আওড়াতে; স্টাফরা যেন এক কাঠি
সরেশ। যারা যার জন্য দায়িত্বপ্রাপ্ত তাদের কাছ থেকে ফুটবলের অংশীদাররা সঠিক
সময়ে সঠিক সেবা পান না। প্রিমিয়ার লিগের দ্বিতীয় স্তর বিসিএলের ট্রফি
প্রদান করা হলেও ৪০ ঘন্টা পর সেই অনুষ্ঠানের ভিডিও প্রদান ফেসবুকে পোস্ট
করেছে বাফুফে।