ইসমাইল নয়ন।।
ব্রাহ্মণপাড়ায়
কৃষি জমি নষ্ট করে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন দায়ে এক
ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল
বৃহস্পতিবার (২২ মে) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে চান্দলা ইউনিয়নের
দর্পনারায়ণপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা।
অভিযানে সহযোগিতা করেন ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দলের।
এসময়
নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ ফারহানা পৃথা বলেন, “কৃষি জমি রক্ষায় অবৈধভাবে
মাটি উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।