আলমগীর হোসেন,দাউদকান্দি।।
দাউদকান্দিতে
মান্নান মিয়া নামে ষাটোর্ধ এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে গৌরীপুর তদন্ত
কেন্দ্র পুলিশ। বুধবার সকাল ৮টায় উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের
সিঙ্গুলা গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পরিবার ও স্থানীয় সূত্রে
জানাযায়, সিঙ্গুলা গ্রামের মোল্লা বাড়ীর মৃত আলী আজগরের ছেলে মান্নান মিয়া ও
তার ছেলে সোহেল কৃষিকাজের পাশাপাশি গবাদি পশু পালন করতেন। প্রতিদিন
সন্ধ্যার পরে ঘরের পাশেই জনৈক নাসিমা বেগমের চা দোকানে সময় কাটাতেন। সেই
দোকানের একটু দুর থেকেই মান্নান মিয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মান্নান
মিয়ার ছেলে মো সোহেল বলেন, মঙ্গলবার সন্ধ্যার পর আমি দোকানে বসা ছিলাম।
যখন বাবা দোকানে যায় আমি চলে আসি। আমার ঘর থেকে দেখা যায়, রাত সাড়ে নয়টার
পরও বাবা দোকানে বসা ছিল। কখন ঘুমিয়ে গেছি বলতে পারিনা, পাশের ঘরের লোকজন
সকালে এসে খবর দেয় তোর বাবারে মাইরা ফালাই রাখছে।
আমার বাবার হত্যাকারী যেইহোক সঠিক তদন্তের মাধ্যমে হত্যাকারীর ফাসির দাবী জানাই।
গৌরীপুর
পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম জানান, আব্দুল মান্নানের
মরদেহ তার বাড়ির পাশ থেকেই উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য কুমিল্লা
মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে তার শরীরে কোন রকমের কোন আঘাতের চিহ্ন
পাওয়া যায়নি। তবে যেখানে মরদেহ পাওয়া গেছে, ওইজায়গায় চলাচলের পথে টেনে
হেঁচড়ে নেয়ার মতো চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত বলা
যাবে। বাড়ীর পাশের দোকান মালিক নাসিমা আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ
হেফাজতে আনা হয়েছে।