বরুড়া
উপজেলার আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল ইসলাম মিঠুকে গত
সোমবার রাতে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার কোটবাড়ি রামপুর এলাকায়
স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছেন। মঙ্গলবার দুপুরে তাঁকে কোতয়ালী
মডেল থানা পুলিশ আদালতে প্রেরণ করেছেন।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার
কোটবাড়ি পলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই টিটু কুমার নাথ দৈনিক কুমিল্লার কাগজকে
জানান, গত সোমবার রাত প্রায় ১১টার দিকে কোটবাড়ি রামপুর এলাকায় স্থানীয়
জনতাবরুড়া উপজেলার আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল ইসলাম মিঠুকে
আটক করে পুলিশে সোপর্দ করেছেন। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশ
আটককৃত মাজহারুল ইসলাম মিঠুকে কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করেছেন। তাঁর
বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় কোতয়ালী মডেল থানায়
দুটি মামলা রয়েছে বলে তিনি জানান। কোতয়ালী মডেল থানার ডিওটি অফিসার জানান,
মঙ্গলবার দুপুরে তাঁকে আদালতে প্রেরণ করা হয়েছে।