হজ মৌসুমে বিনা অনুমতিতে মক্কায় প্রবেশের চেষ্টার অভিযোগে তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে সৌদি হজ নিরাপত্তা বাহিনী।
তাদের মধ্যে একজন মক্কায় প্রবেশের চেষ্টার ভিডিও করে তা অনলাইনে প্রকাশও করেছিলেন।
সৌদি গেজেট লিখেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
সৌদি
পাবলিক সিকিউরিটি বিভাগ সকল নাগরিক ও বাসিন্দাদের হজের নিয়ম-কানুন মেনে
চলার আহ্বান জানিয়েছে এবং যে কেউ নিয়ম লঙ্ঘনের ঘটনা জানতে পারলে মক্কা,
মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলীয় এলাকায় ৯১১ এবং বাকি অঞ্চলগুলোতে ৯৯৯ নম্বরে
জানাতে অনুরোধ করেছে।
এ বছর হজযাত্রীদের মক্কায় প্রবেশ, অতিরিক্ত ভিড়
নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা জোরদারে নতুন বিধিমালা জারি করেছে সৌদি সরকার। সে
অনুযায়ী, মক্কায় প্রবেশ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতিপত্র, মক্কায়
বসবাসের প্রমাণপত্র (ইকামা) ও হজ পারমিট লাগবে।
যদি কোনো বিদেশি নাগরিক
নির্ধারিত সময়ের অতিরিক্ত সময় অবস্থান করেন, কিংবা বৈধ অনুমতি ছাড়াই হজ
পালনের চেষ্টা করেন, তাহলে তাকে সৌদি আরব থেকে বহিষ্কার করা হবে এবং
পরবর্তী ১০ বছর তাকে সৌদি আরবে প্রবেশ করতে দেওয়া হবে না।
১ জিলকদ বা ২৯
এপ্রিল থেকে ১৪ জিলহজ বা ১০ জুন পর্যন্ত এই বিধান কার্যকর থাকবে। এ সময়
অনুমতি ছাড়া পবিত্র মক্কা নগরী বা আশপাশের পবিত্র স্থানগুলোতে কেউ প্রবেশ
কিংবা অবস্থান করতে পারবে না। বিশেষ করে যারা ভিজিট ভিসা নিয়ে সৌদি আরবে
প্রবেশ করছেন, তাদের ওপর সর্বোচ্চ পর্যায়ে নজরদারি থাকবে বলে সৌদি সরকার
জানিয়েছে।