সোমবার ২৬ মে ২০২৫
১২ জ্যৈষ্ঠ ১৪৩২
আজ-কালের মধ্যে ইশরাকের শপথ না হলে বড় আন্দোলন হতে পারে: সালাউদ্দিন
প্রকাশ: মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ১:২৩ এএম |


বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ঘোষণা না করা হলে বৃহত্তর আন্দোলন হতে পারে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আজ অথবা আগামীকালের মধ্যে ইশরাকের শপথ আয়োজন করার জন্য অন্তর্র্বতী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (১৯ মে) সিলেট বিভাগীয় বিএনপির উদ্যোগে সদস্য নবায়ন এবং প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিলেট নগরের পূর্ব শাহী ঈদগাহ এলাকার জেলা শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে বিকাল ৩টায় অনুষ্ঠান শুরু হয়।
ঢাকায় নগর ভবনের সামনে চলমান আন্দোলন প্রসঙ্গে সালাউদ্দিন আহমদ বলেন, ‘আমি আহ্বান করছি, অতি অল্প সময়ের মধ্যে, আজকে-কালকের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে আদালত ঘোষিত ইশরাক হোসেনকে শপথ গ্রহণ করানোর ব্যবস্থা করুন। অন্যথায় ঢাকায় এই আন্দোলনকে কেন্দ্র করে হয়তো আরও বৃহত্তর আন্দোলন করতে হতে পারে।’
তিনি বলেন, ‘আদালতের রায়ে যিনি মেয়র নির্বাচিত হয়েছেন, ইলেকশন কমিশন যার নামে গেজেট করেছে আদালতের রায় মেনে, তাকে আপনারা শপথ গ্রহণ করাবেন না, বিভিন্ন রকম কলাকৌশল করছেন। তাহলে এটা কি আইনের শাসন হলো? তাহলে আমরা কীসের শাসনের জন্য অপেক্ষা করছি?’
প্রধান উপদেষ্টার উদ্দেশে সালাউদ্দিন আহমদ আরও বলেন, ‘প্রফেসর ইউনূস সাহেব এবং আপনার একজন অল্পবয়স্ক উপদেষ্টা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তারা মনে করছেন যে তারা আইনের আদেশ মানবেন না, কোর্টের আদেশ মানবেন না, ইলেকশন কমিশনের গেজেট মানবেন না। আমরা সবসময় আপনাদের সহযোগিতা করেছি। এই সরকারকে সহযোগিতা করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু তার মানে এই নয় যে আমরা দাসখত দিয়েছি আপনাকে, যা করবেন তা-ই সমর্থন করার জন্য।’
জাতীয় সংসদ নির্বাচনের তারিখ দ্রুত ঘোষণার বিষয়ে ইঙ্গিত দিয়ে সরকারের উদ্দেশে সালাউদ্দিন আহমদ বলেন, ‘নির্বাচিত সংসদের কি বিকল্প আছে? আমরা সেই কথা বললে অন্তর্র্বতী সরকার খুব নারাজ হয়। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নির্বাচন দাবি করবে না তো কী দাবি করবে? বর্তমান বিশ্বে গণতান্ত্রিকভাবে শাসনব্যবস্থার জন্য নির্বাচনের কি কোনও বিকল্প আছে? সেই নির্বাচনের কথা বললে ওনারা খুব গোসসা হয়। কেউ কেউ তাদের মধ্যে উপদেষ্টা আছেন, তারা বলছেন যে তারা নাকি জনগণের দ্বারা নির্বাচিত! গণ-অভ্যুত্থান নাকি তাদের নির্বাচিত করেছে। একজন মহিলা উপদেষ্টা বলেছেন, আমি নাম বলতে চাই না।’
বিএনপির এই নেতা বলেন, ‘আপনি (ড. ইউনূস) যত শিগগির সম্ভব বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন দেন, আপনার সম্মান রক্ষা হবে, এ দেশের মানুষ আশ্বস্ত হবে, দেশের মধ্যে একটি রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হবে, ব্যবসা-বাণিজ্য অর্থনৈতিক কর্মকাণ্ডের চাকা চালু হবে, বিনিয়োগের জন্য একটি পরিবেশ সৃষ্টি হবে, দেশি-বিদেশি বিনিয়োগকারী আসবে।’
কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে সালাউদ্দিন আহমদ বলেন, ‘আপনার কয়েকজন উপদেষ্টা বিভিন্ন রকম চক্রান্ত করে দেশে অস্থিরতা ও অস্থিতিশীলতা সৃষ্টি করতে চান। তাদের সম্পর্কে আপনাকে আমরা জানিয়েছি, আপনি সে বিষয়ে ব্যবস্থা নিন, যাতে দেশে স্থিতিশীলতা রক্ষা হয়, কোনোরকম অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয়, রাষ্ট্রের মধ্যে কোনও অরাজকতা সৃষ্টি করার যাতে পাঁয়তারা না পায়। আপনি সবার সম্মানিত ব্যক্তি, আপনি সে ব্যবস্থা নেবেন। অন্যথায় আপনার সম্মান রক্ষা হবে কিনা, আমরা সন্দিহান। কথাগুলো খুব নরম ভাষায় বললাম, সে জন্য মাননীয় প্রধান উপদেষ্টা খুব নরমভাবে নেবেন।’
সালাউদ্দিন আহমদ কণ্ঠস্বর চড়া করে বলেন, ‘বলছি নরমভাবে মাননীয় প্রধান উপদেষ্টা। হয়তো আপনার কানে যেতেও পারে, না-ও যেতে পারে। গেলে ভালো। আর যদি আপনি কানে না শোনেন, তাহলে সবার জন্যই খারাপ। আপনারা যে রাস্তায় হাঁটছেন, সেটা অত্যন্ত অগণতান্ত্রিক পন্থায় হাঁটছেন। আপনারা কথা বলছেন গণতন্ত্রের বিপরীত ভাষায়, আপনারা কাজ করছেন আইনের শাসনের বিরুদ্ধে।’
আওয়ামী লীগের কেউ যেন বিএনপিতে না আসতে পারে, সে বিষয়েও কথা বলেন তিনি। এই নেতা বলেন, ‘অনেক নেতা অনেক কথা বলেছে। বিএনপির কি খরা পড়ে গেছে যে আওয়ামী লীগ থেকে টানাটানি করতে হবে? যে আওয়ামী লীগের হাতে রক্তে, যে আওয়ামী লীগের ডিএনএতে গণতন্ত্র নেই, তাকে কেন আহ্বান জানাতে হবে?’













সর্বশেষ সংবাদ
জুলাই আন্দোলনে ব্যাপকভাবে প্রাসঙ্গিক ছিলেন কাজী নজরুল
নজরুল পুরস্কার গ্রহণ করলেন অধ্যাপক আনোয়ারুল হক
পাঠ্যপুস্তকে ভূমি ব্যবস্থাপনা অন্তর্ভুক্তের পরামর্শ
শ্রেণিকক্ষে শিক্ষার্থীকে শাসন করায় প্রধান শিক্ষকের উপর হামলার অভিযোগ
১৬টি বিশ্ববিদ্যালয়ের সাথে সিসিএনের সমঝোতা চুক্তি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় ছাত্রকে শাসন করায় প্রধান শিক্ষককে মারধর
কুমিল্লায় আ’লীগ যুবলীগ, ছাত্রলীগের ৮জনসহ গ্রেপ্তার ১১
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন আজ
কুমিল্লায় ৯ তলা ভবন থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু
কুমিল্লায় ৩দিনব্যাপী অনুষ্ঠান উদ্বোধন আজ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২