সম্প্রতি
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের কুইন্স এলাকার নবান্ন রেস্টুরেন্টের হলরুমে
ব্রাহ্মণপাড়া উপজেলা সোসাইটির যুক্তরাষ্ট্রের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত
হয়। মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাবিব খান চৌধুরী।
সংগঠনের সাধারণ সম্পাদক বায়েজিদ রহমানের পরিচালনায় ব্রাহ্মণপাড়া উপজেলা
সোসাইটি যুক্তরাষ্ট্রের বিগত দিনের ....২য় পাতায় দেখুন
কার্যক্রম নিয়ে
আলোচনা ও পর্যালোচনা করে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য
জনাব ফিরুজ আখন্দ,সাবেক প্রধান শিক্ষক জনাব শাহআলম স্যার,জনাব কাউসার
মোস্তফা মিয়াজী,জনাব আবুল হাসেম ম্যানেজার,জনাব আবুল খায়ের আখন্দ,শশীদল
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন জনাব আতিকুর রহমান রিয়াদ,হেলাল উদ্দিন,জনাব
আব্দুল লতিফ, জনাব রুবেল হোসেন,ফেরদাউস খান চৌধুরী তোফায়েল আহাম্মদ আখন্দ
প্রমূখ।বক্তারা ব্রাহ্মণপাড়া উপজেলা সোসাইটির যুক্তরাষ্ট্রের মেয়াদপূর্তি
হওয়ায় নতুন করে সম্মেলন এবং কার্যকরী কমিটি গঠন করার ব্যাপারে একমত পোষন
করেন। নতুন কার্যকরি কমিটি গঠন উপলক্ষে দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন
ব্রাহ্মণপাড়া উপজেলা সোসাইটির উপদেষ্টা পরিষদের সদস্য জনাব ফিরুজ
আখন্দ।উপদেষ্টা পরিষদের সদস্য জনাব কাউছার মোস্তফা মিয়াজীর পরিচালনায়
বক্তারা আগামী দুই বছরের জন্য নতুন করে কার্যকরি কমিটি গঠন করার ব্যাপারে
একমত পোষন করেন। ব্রাহ্মণপাড়া উপজেলা সোসাইটির উপদেষ্টা পরিষদের সদস্যদের
রুদ্ধদার বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী জনাব ফিরুজ আখন্দ বর্তমান সভাপতি হাবিব
খান চৌধুরীকে পূনরায় সভাপতি,ইঞ্জিনিয়ার আব্দুল কাদেরকে সিনিয়র
সহ-সভাপতি,রুবেল হোসেনকে সাধারণ সম্পাদক এবং দেলোয়ার হোসেন মাসুমকে অর্থ
সম্পাদেকর নাম ঘোষনা করেন।সভায় উপস্থিত সকলে মূহুর্মুহ করতালির মাধ্যমে তা
সমর্থন করেন।
সভার সভাপতি আগামী একমাসের মধ্েয পূর্ণাঙ্গ কমিটি গঠন করার
জন্য নতুন নেতৃত্বকে নির্দেশনা প্রদান করেন। সভায় উপস্থিত সকলেই
যুক্তরাষ্ট্র প্রবাসী ব্রাহ্মণপাড়া উপজেলাবাসীদের সুখ দুঃখে এবং সামাজিক
কর্মকান্ডে একসাথে কাজ করার জন্য আশাবাদ ব্যক্ত করেন। ব্রাহ্মণপাড়া উপজেলা
সোসাইটির নব নির্বাচিত সভাপতি হাবিব খান চৌধুরী তাকে পুনরায় সভাপতি
নির্বাচিত করায় উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।তিনি
আগামীদিনগুলোতে সংগঠনের কার্যক্রম পরিচালনা করার জন্য সকলের সহযোগীতা কামনা
করেন। সভায় আমন্ত্রিত অথিতি কুমিল্লা জেলা সোসাইটির সাধারণ সম্পাদক জনাব
মিজানুর রহমান সাহেব ব্রাহ্মণপাড়া উপজেলা সোসাইটির সার্বিক উন্নয়ন
প্রার্থনা করে মহান আল্লাহপাকের দয়া কামনা করে মোনাজাত পরিচালনা করেন।