স্প্যানিশ
লা লিগায় শিরোপা জয়ের দৌড়ে বার্সেলোনার পেছনে পড়ে গেলেও হাল ছাড়ছে না
রিয়াল মাদ্রিদ। বুধবার (১৪ মে) দিবাগত রাতে সান্তিয়াগো বের্নাবেউয়ে এক
নাটকীয় লড়াইয়ে মায়োর্কাকে ২-১ গোলে হারিয়ে শিরোপার ক্ষীণ আশাটা এখনও ধরে
রেখেছে তারা। অন্যদিকে শিরোপা জয়ের অপেক্ষাটাও আরেকটু বাড়িয়ে দিয়েছে
বার্সার।
চোটে জর্জরিত স্কোয়াড নিয়ে একাদশ গঠনে হিমশিম খাচ্ছিল রিয়াল।
তবুও শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে ফেলতে মরিয়া ছিল এমবাপ্পে ও উঠতি তারকা
এন্ড্রিকের আক্রমণভাগ। কিন্তু প্রথম ধাক্কাটাই আসে রিয়ালের বিপক্ষে-১১
মিনিটেই মায়োর্কার মার্টিন ভালেন্ট ডি-বক্স থেকে নেয়া শটে গোল করে এগিয়ে
দেন দলকে।
গোল হজমের পর আরও আগ্রাসী হয়ে ওঠে রিয়াল। একের পর এক আক্রমণ
গড়ালেও বিরতির আগ পর্যন্ত দুর্দান্ত প্রতিরোধ গড়ে গোল রুখে দেন মায়োর্কার
গোলকিপার রোমান।
দ্বিতীয়ার্ধে ফিরে রিয়াল যেন রণকৌশল বদলায়। বারবার
আক্রমণের পর ৬৮ মিনিটে অবশেষে আসে কাঙ্ক্ষিত সমতা। গোলদাতার নাম এমবাপ্পে
-এই মৌসুমে লা লিগায় তার ২৮তম গোল, সব প্রতিযোগিতা মিলিয়ে যা গিয়ে দাঁড়ায়
৪০-এ।
ম্যাচ তখন গড়াতে থাকে উত্তেজনার চূড়ায়। যখন মনে হচ্ছিল ম্যাচটি
পয়েন্ট ভাগাভাগির দিকেই যাচ্ছে, তখনই নাটকীয় মোড়। অতিরিক্ত সময়ের পঞ্চম
মিনিটে তরুণ ডিফেন্ডার রামন গোল করে রিয়ালকে এনে দেন মহামূল্যবান জয়।
সিনিয়র দলের মাত্র দ্বিতীয় ম্যাচ খেলতে নামা এই ২০ বছর বয়সী প্রতিভাবান
তরুণ যেন রাতারাতি রিয়াল সমর্থকদের হৃদয়ের নায়ক হয়ে উঠেছেন।
এই জয়ের ফলে
৩৬ ম্যাচে রিয়াল মাদ্রিদের সংগ্রহ দাঁড়ালো ৭৮ পয়েন্ট। অপরদিকে বার্সেলোনা
৩৫ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। তবে বার্সা যদি আজ বৃহস্পতিবার
দিবাগত রাতে ওসাসুনার বিপক্ষে জিতে যায় তাহলে এক ম্যাচ হাতে রেখেই তাদের
হাতে উঠবে লা লিগার শিরোপা।