চাঁদপুরের শাহরাস্তিতে মোবাইল কোর্টে তিন ডায়াগনস্টিক সেন্টার মালিককে জরিমানা করা হয়েছে।
৬
মে মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানার নির্দেশনায়
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেইট সংলগ্ন উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য
অফিসের উদ্যোগে যৌথ অভিযান পরিচালনা করেন।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার।
এ
সময় ডায়াগনস্টিক সেন্টারের কর্মরত এক্স-রে মেশিনের কাজ করা টেকনিশিয়ানের
অভিজ্ঞতা সার্টিফিকেট না থাকায় ও লাইসেন্স হালনাগাদ না থাকায় বিভিন্ন
অনিয়মের অভিযোগ ফাতেমা ল্যাব ও দি খান ডায়াগনষ্টিক সেন্টার ও মর্ডান ল্যাব
৩টি ডায়াগনষ্টিক সেন্টার অভিযুক্ত ব্যক্তিকে মেডিকেল প্র্যাকটিস এবং
বেসরকারী ক্লিনিক ও ল্যাবরেটরী (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ- ১৯৮২ এর ৬(১) ও ৮
ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় অপরাধে মোবাইল
কোর্টে পরিচালনার মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিগণকে ৪৫ হাজার টাকা অর্থে দণ্ড
প্রদান করেন। উক্ত মোবাইল কোর্টে সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সের কর্মরত ডাক্তার ও সেনেটারি ইন্সপেক্টর এবং শাহরাস্তি মডেল
থানার সাব ইন্সপেক্টর, পুলিশ ফোর্স।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কার্যালয় সূত্রে জানা যায় জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।