আগের
ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরির পর এবারও শুরুটা ভালো করলেন জাওয়াদ আবরার।
এবার যদিও ইনিংস বেশি বড় করতে পারলেন না রান আউটে কাটা পড়ায়। টানা দ্বিতীয়
ফিফটি করলেন অধিনায়ক আজিজুল হাকিম। পরে বল হাতেও আলো ছড়ালেন তিনি। সিরিজে
এগিয়ে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
তৃতীয় যুব ওয়ানডেতে শ্রীলঙ্কা
অনূর্ধ্ব-১৯ দলকে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ৩৯ রানে হারিয়েছে
বাংলাদেশ। হারে শুরুর পর ৬ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে
আজিজুলের দল।
কলম্বোয় বুধবার বাংলাদেশের ব্যাটিংয়ের সময় বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ২৮ ওভারে। সফরকারীরা ২ উইকেটে করে ১৪৪ রান।
শ্রীলঙ্কার
জন্য লক্ষ্য দাঁড়ায় ১৯৮। ২২ ওভারে তারা ৭ উইকেটে ১২০ রান করার পর
আলোকস্বল্পতায় আর খেলা হয়নি। ওই সময়ের মধ্যে তাদের করতে হতো ১৬০।
জয়ের
নায়ক আজিজুল। তিন নম্বরে নেমে ৩ চার ও ২ ছক্কায় ৮৪ বলে অপরাজিত ৬৭ রানের
ইনিংস খেলেন বাংলাদেশ অধিনায়ক। আগের ম্যাচে রান তাড়ায় ৮৯ বলে ৬৯ রান
করেছিলেন তিনি।
ওই ম্যাচে ১০৬ বলে অপরাজিত ১৩০ রানের ইনিংস খেলা জাওয়াদ এবার করেন ৩৫ বলে ৩৮। এই ওপেনারের ইনিংসটি গড়া ৪টি চার ও একটি ছক্কায়।
বল হাতে ১৭ রানে ২ উইকেট নেন আজিজুল।
টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের শুরুটা ভালো ছিল না। চতুর্থ ওভারে ক্যাচ দিয়ে বিদায় নেন কালাম সিদ্দিকি।
শুরুর ধাক্কা সামলে দ্বিতীয় উইকেটে ৭৬ বলে ৬৫ রানের জুটিতে দলকে এগিয়ে নেন জাওয়াদ ও আজিজুল। জমে ওঠা এই জুটি ভাঙে জাওয়াদের রান আউটে।
আজিজুল ফিফটি তুলে নেন ৬৮ বলে। তার সঙ্গে ৩৮ বলে ২৪ রানে অপরাজিত থাকেন রিজান হোসেন।
লক্ষ্য তাড়ায় শুরু থেকে নিয়মিত উইকেট হারায় শ্রীলঙ্কা।
তৃতীয় ওভারে দুলনিথ সিগেরাকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম উইকেট এনে দেন আল ফাহাদ। পরের ওভারে ইকবাল হোসেন বোল্ড করে দেন রেহান পেইরিসকে।
চার
বল খেলে ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়েন সেনুজা ওয়েকুনাগোদা। এক পর্যায়ে
৩৩ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় লঙ্কানরা। সেখান থেকে আর ঘুরে
দাঁড়াতে পারেনি তারা। সর্বোচ্চ ৩২ রানে অপরাজিত থাকেন কাভিজা গামাগে।
বাংলাদেশের
হয়ে আজিজুল ও ফাহাদ নেন দুটি করে উইকেট। ইকবাল, সামিউন বাসির ও ফারহান
শাহরিয়ারের শিকার একটি করে। আগামী শনিবার হবে সিরিজের চতুর্থ ম্যাচ।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ
অনূর্ধ্ব-১৯: ২৮ ওভারে ১৪৪/২ (জাওয়াদ ৩৮, কালাম ৬, আজিজুল ৬৭*, রিজান ২৪*;
মাথুলান ৬-০-২৮-০, নিন্দুওয়ারা ৬-০-৪৩-১, গামাগে ৬-০-২৮-০, রাভিহানসা
৪-০-১৪-০, হিনাতিগালা ৪-০-২৪-০, সিগেরা ২-০-৭-০)
শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯:
২২ ওভারে ১২০/৭ (সিগেরা ৭, পেইরিস ১, ওয়েকুনাগোদা (রিটায়ার্ড হার্ট),
দিন্সারা ৭, হিনাতিগালা ১৬, পেরেরা ২১, গামাগে ৩২*, নিন্দুওয়ারা ১৭; ফাহাদ
৪-০-১৭-২, ইকবাল ২-০-৯-১, সামিউন ৬-০-৩৪-১, ফারহান ৩-০-১৭-১, আজিজুল
৪-০-১৭-২, দেবাশিষ ৩-০-২৪-০)
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ডিএলএস পদ্ধটিতে ২৯ রানে জয়ী
সিরিজ: ৬ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ