বাংলাদেশ
আরচারি ফেডারেশনের নবগঠিত অ্যাডহক কমিটিকে স্বীকৃতি দেয়নি ওয়ার্ল্ড
আরচারি। এ বিষয়ে সাম্প্রতি ওয়ার্ল্ড আরচারি চিঠি দিয়ে তাদের অবস্থান জানিয়ে
দিয়েছেন বাংলাদেশ আরচারি ফেডারেশনের নতুন কমিটির সাধারণ সম্পাদককে।
ওয়ার্ল্ড
আরচারির সেক্রেটারি জেনারেল টম ডিয়েলেন জানিয়েছে, সঠিক প্রক্রিয়ার মাধ্যমে
নির্বাচিত কমিটি গঠন করা না হলে তারা এই অ্যাডহক কমিটিকে স্বীকৃতি দিতে
পারছে না।
নতুন কমিটি গঠনের পর গত ১২ এপ্রিল ফেডারেশন চিঠি দিয়েছিল
ওয়ার্ল্ড আরচারিকে। এই কমিটির পক্ষে সম্মতি দিয়ে বাংলাদেশ অলিম্পিক
অ্যাসোসিয়েশন (বিওএ)। তবে তাতে সন্তুষ্ট হতে পারেনি ওয়ার্ল্ড আরচারি। তারা
জানতে চেয়েছে নির্বাচিত কমিটি ভেঙে কেন এবং কীভাবে অ্যাডহক কমিটি গঠন হলো।
বিলম্ব
না করে নির্বাচনী সাধারণ সভা আয়োজনের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ারও তাগিদ
দেওয়া হয়েছে ওই চিঠিতে। আগামী নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা এশিয়ান
আরাচারি চ্যাম্পিয়নশিপ ও ওয়ার্ল্ড আর্চারির এশিয়া কংগ্রেস। নির্বাচিত কমিটি
না হলে এই চ্যাম্পিয়নশিপের ভাগ্যও অনিশ্চিত। অ্যাডহক কমিটি মন্ত্রণালয়ের
সাথে আলোচনা করে এই চিঠির জবাব দেবে বলে জানা গেছে।