শনিবার ২৬ এপ্রিল ২০২৫
১৩ বৈশাখ ১৪৩২
ফ্রান্স দলে এমবাপে, প্রথমবার ডাক পেলেন ‘বিস্ময়বালক’ দুয়ে
প্রকাশ: শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ১:২৮ এএম |





  ফ্রান্স দলে এমবাপে, প্রথমবার ডাক পেলেন ‘বিস্ময়বালক’ দুয়ে

অবশেষে ফ্রান্স দলে ফিরেছেন অধিনায়ক কিলিয়ান এমবাপে। ছয় মাসের বেশি সময় পর স্কোয়াডে ফিরলেন ফরাসি এই তারকা। এদিকে, প্রথমবারের মত জাতীয় দলে ডাক পেয়েছেন পিএসজির তরুণতুর্কি দিজায়ার দুয়ে। ক্রোয়েশিয়ার বিপক্ষে নেশন্স লিগের দুই লেগের কোয়ার্টার-ফাইনালের জন্য গতকাল (বৃহস্পতিবার) দল ঘোষণা করেন ফ্রান্স কোচ দিদিয়ে দেশম।
অক্টোবর ও নভেম্বরে নেশন্স লিগের গ্রুপ পর্বের দুই ম্যাচে কোচ দিদিয়ের দেশম ২৬ বছর বয়সী এমবাপেকে দল থেকে বাদ দিয়েছিলেন। রিয়াল মাদ্রিদের এই তারকা প্রথমে ফিটনেসের ঘাটতির কারণে বাদ পড়েছিলেন। যদিও পরবর্তীতে জানানো হয় বাদ পড়ার পেছনে এমবাপের ব্যক্তিগত কারণ দায়ী। তবে তার বাদ পড়া নিয়ে সেসময় কম আলোচনা হয়নি। 
দেশম জানিয়েছেন তারকা এই স্ট্রাইকারকে ঘিরে চারিদিকে যে ধরনের আলোচনা শুরু হয়েছিল তাতে দলের সর্বোচ্চ স্বার্থের কথা বিবেচনা করেই এমবাপেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এরপর থেকে রিয়ালের হয়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন এমবাপে। গত বছর রিয়ালের যোগ দেওয়ার পর সব ধরনের প্রতিযোগিতায় এখন পর্যন্ত করেছেন ২৮ গোল। 
অধিনায়ক হিসেবে এমবাপে থাকবেন কি না এমন প্রশ্নের জবাবে দেশম বলেন, ‘আমি তার সাথে এ বিষয়ে কথা বলেছি। কয়েক সপ্তাহ আগে আমি যেটা বলেছিলাম সেটাই নিশ্চিত করে বলছি এমবাপেই দলের অধিনায়ক থাকবেন।’
এদিকে ক্লাব ফুটবলে দুর্দান্ত ফর্মের পুরস্কার হিসেবেই বৈচিত্র্যময় দুয়েকে দলে নেওয়া হয়েছে বলে দেশম স্বীকার করেছেন। ১৯ বছর বয়সী এই বিস্ময়বালক মধ্য ডিসেম্বর থেকে পিএসজির হয়ে নিয়মিত মাঠে নামার সুযোগ পেয়ে ২৩ ম্যাচে করেছেন ১৭ গোল। উইঙ্গার পজিশন ছাড়াও মিডফিল্ডেও দুয়ে সমান পারদর্শী। মঙ্গলবার লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬’র দ্বিতীয় লেগে বদলি বেঞ্চ থেকে উঠে এসে দুর্দান্ত খেলেছেন। পেনাল্টি শ্যুট-আউট থেকে তিনি প্রথম গোলটি করেছিলেন। 
আগস্টে রেনে থেকে ৫০ মিলিয়ন ইউরোর বিনিময়ে পিএসজিতে যোগ দিয়েছিলেন দুয়ে। গত বছর প্যারিস অলিম্পিকে রৌপ্যজয়ী ফরাসি অনূর্ধ্ব-২৩ দলের কোচ থিয়েরি অঁরির দলে ছিলেন দুয়ে। দেশম বলেছেন, ‘ক্লাবের হয়ে সে সবসময়ই মূল দলে খেলেন না। কিন্তু যখনই সে মাঠে নামে তখনই নিজেকে প্রমাণে ব্যস্ত রাখে। সে বয়সে এখনো তরুণ, কিন্তু সে আমাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল। আমি হয়তো আরো কিছুদিন অপেক্ষা করতে পারতাম। কিন্তু আমি তাকে এখনই ডেকেছি। কারণ আমি মনে করি এটাই সঠিক সময়।’
তবে দল থেকে বাদ পড়েছেন এন’গোলো কান্তে। সৌদি আরবের পেশাদার লিগে খেলা তারকা এই মিডফিল্ডার পেশীর ইনজুরিতে ভুগছেন বলে দেশম জানিয়েছেন। আগামী বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ক্রোয়েশিয়ার মোকাবিলা করবে ফ্রান্স। ২৩ মার্চ ফিরতি লেগে স্তাদে দি ফ্রান্সে দ্বিতীয় লেগে ক্রোয়েটদের আতিথ্য দেবে।












সর্বশেষ সংবাদ
কুমিল্লা শহরজুড়ে অস্ত্র হাতে কিশোর গ্যাং গ্রুপের মহড়া
সরকার এনসিপি’কে তৃতীয় রাজনৈতিক শক্তি হিসেবে মূল্যায়ন করছে
সন্তানের ব্যাগ কাঁধে বাবাদের অপেক্ষা
জব্বারের বলী খেলায় এবারও ‘বাঘা শরীফের’ বাজিমাত
লালমাইয়ে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমাম গ্রেফতার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জব্বারের বলীখেলায় ফের চ্যাম্পিয়ন কুমিল্লার ‘বাঘা শরীফ’
গ্রেপ্তারের ২ মাস পর বরখাস্ত হলেন কুমিল্লার সাবেক এএসপি তানভীর
স্বামীই বালিশ চাপায় হত্যা করে স্ত্রীকে!
লালমাইয়ে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমাম গ্রেফতার
মশার উপদ্রবে অতিষ্ঠ মানুষ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২