শুক্রবার ৬ ডিসেম্বর ২০২৪
২২ অগ্রহায়ণ ১৪৩১
কুমিল্লা জেলা তথ্য অফিস আয়োজন
তারুণ্যনির্ভর বাংলাদেশ বিনির্মাণে আলোচনা সভা
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ১২:৩৩ এএম |


তারুণ্যনির্ভর বাংলাদেশ  বিনির্মাণে আলোচনা সভা
জেলা তথ্য অফিস কুমিল্লার আয়োজনে কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজের সহযোগিতায় “তারুণ্যনির্ভর বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যনির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ গড়ে তোলার নিমিত্ত জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থপনা) মাহফুজা মতিন। বিশেষ অতিথি ছিলেন সাপ্তাহিক অভিবাদন পত্রিকার সম্পাদক আবুল হাসনাত বাবুল, গণিত বিভাগের প্রভাষক, কাজী মো: ফারুক ও প্রভাষক, নারগিস আফরোজা। স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা জেলার সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নূরুল হক। শিক্ষার্থীদের পক্ষ থেকে একাদশ শ্রেণীর ছাত্র ইয়াসির আরাফাত ও আসমাউল হুসনা বক্তব্য রাখেন। ধারণা পত্র উপস্থাপন করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোহাম্মদ মায়মুন শরিফ।
আলোচনা সভায় বক্তাগণ বলেন, ৫২ এর ভাষা আন্দোলনের কারণে আজ আমরা বাংলায় কথা বলছি। ৭১ এর মুক্তিযুদ্ধ এবং জুলাই ২০২৪ এর গণঅভ্যুত্থানে আমাদের স্বাধীনতা তরুণদের হাত ধরেই এসেছে। তরুণরাই আগামীর দিক নির্দেশক। জুলাই ২০২৪ গণঅভ্যুত্থানের পরে যখন পুলিশ ছিলোনা তখন তরুণরাই ট্রাফিকের দায়িত্ব পালন করেছে এবং বাজার মনিটরিং করেছে। সাথে তারা নিজেরাও আইন সম্পর্কে সচেতন হচ্ছে। তরুণদের শিক্ষার সাথে সাথে কারিগরি শিক্ষা  এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে আগ্রহী করে গড়ে তুলতে হবে। বক্তাগণ আরো বলেন, দূর্নীতির বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়াতে হবে। সকল ক্ষেত্রে তরুণদের অংশগ্রহণ বাড়াতে হবে। তরুণদের হাত ধরেই জুলাই ২০২৪ গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত রাষ্ট্রে যেন বৈষম্য ও স্বৈরশাসন তৈরি নাহয়। তরুণদের সকল ক্ষেত্রে প্রাধান্য দিয়ে মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে। আলোচনা শুরুতে তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণে চলচ্চিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠান সঞ্চালোচনায় ছিলেন চারু ও কারুকলা বিভাগের প্রভাষক ঝুমুর দাস।













সর্বশেষ সংবাদ
ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর. এফ. হোসেনের বক্তব্য নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে ব্যাখ্যা:
কুমিল্লায় জামায়াতের আমীরের আগমনে স্বাগত মিছিল
আজ কুমিল্লায় আসছেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান
‘ঐক্যবদ্ধ বাংলাদেশ ছড়াবে না বিদ্বেষ’ কুমিল্লায় ধর্মীয় সম্প্রীতি র‌্যালি
দাউদকান্দিতে ১১টি ইউনিয়নে বিএনপির আংশিক আহবায়ক কমিটি ঘোষণা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা
আজ কুমিল্লায় আসছেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান
কুমিল্লায় জামায়াতের আমীরের আগমনে স্বাগত মিছিল
বেস্ট ভলান্টিয়ার এওয়ার্ড অর্জন করলেন কুমিল্লার নাঈম
সাত বছরের দণ্ড থেকে খালাস মামুন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২