নিজস্ব
প্রতিবেদক।। কক্সবাজারে অবস্থান করছেন বিশ্বখ্যাত, বিশ্ব চ্যাম্পিয়ন
জাপানের কারাতে কোচ ‘সুসিকি সিহান মাসাও কাগাওয়া। সিহান মাসাও কাগাওয়া
জাপানের বিখ্যাত কারাতে মাস্টারদের মধ্যে অন্যতম। পাশাপাশি বেশ কয়েকবার
বিশ্ব চ্যাম্পিয়ন এবং গত বছর জাপান জাতীয় দলের কোচ থেকে অবসর নেন। তিনি
কক্সবাজার ইনডোর স্টেডিয়ামে ঢাকা চট্টগ্রাম-কুমিল্লা ও কক্সবাজারের প্রায়
তিন শতাধিক কারাতে খেলোয়াড়দের নিয়ে তিন দিনের প্রশিক্ষণ শুরু করেছেন। জাপান
কারাতে সুতো ফেডারেশন চট্টগ্রাম শাখা থেকে এই কারাতে প্রশিক্ষণের আয়োজন
করেন। খেলোয়াড়ের মান উন্নয়ন এবং আন্তর্জাতিক পরিচিতির উদ্দেশ্য কুমিল্লার
প্রাচীন সংগঠন কুমিল্লা ড্রাগন কারাত এসোসিয়েশনের শিক্ষার্থীরা উক্ত কারাতে
সেমিনারে অংশ নেয়। এতে শুভেচ্ছা বক্তব্যে জাপানি কারাতে কোচ মাসাও কাগাওয়া
বলেন, তিনি প্রথমবার বাংলাদেশে এসেছেন। জাপান-বাংলাদেশ ভালো বন্ধু।
বাংলাদেশে কোয়ালিটি কারাতে খেলোয়াড় তৈরিতে জাপান কারাতে সুতো ফেডারেশন আগের
সহযোগিতার হাত বাড়িয়ে পাশাপাশি থাকবে। কুমিল্লা ড্রাগন কারাত এসোসিয়েশন এর
অংশ গ্রহণকারি খেলোয়ার শরিফ আলী। নূর উল্লাহ মাহফুজ, মো. ইমরান হোসেন
দেলোয়ার, ফাইজান আহমেদ তোহা, সানজিলা তানাজ, মো. এমরান হোসাইন
সিয়াম,শাহরিয়ার আলম, রিহান মুনতাসির, সালে মুসা,পলি আক্তার খুশি, মো.
তাজপ্রহর নিহাল, মো. মুনতাসির আলম ভূইয়া, শাহির আমান, লাবিব শাহরিয়ার, মো.
আদেল আরাফাত, রাফসান জানি, রাইহাতুল জান্নাত, তাহসিনা আহমেদ। সংগঠন এর
সভাপতি তারিকুল ইসলাম মজুমদার ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রকিব
প্রশিক্ষণ কার্যক্রম শেষে কুমিল্লায় ফিরে আসায় সকল কে আন্তরিক শুভেচ্ছা এবং
অভিনন্দন জানান।