কুমিল্লা-নোয়াখালী
আঞ্চলিক সড়কের হরিশ্চর চৌরাস্তায় ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন ও
উপজেলা নির্বাহী অফিসার এর মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি
প্রদান করেছে জামায়াতে ইসলামী লালমাই উপজেলা শাখা। সোমবার ৩০ ডিসেম্বর
সকালে একাত্মতা পোষণ করে মানববন্ধনে অংশ নেন- শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক,
ব্যবসায়ী ও এলাকাবাসী।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের
সেক্রেটারি মাওলানা ইমাম হোসেন। তিনি বলেন, গত ২১ ডিসেম্বর সকালে সড়ক পার
হতে গিয়ে বাসের ধাক্কায় প্রাণ হারায় নুরুল আমিন নামে আমাদের এক ভাই। তার
আগে আরও দুইজন একই ভাবে রাস্তা পারাপারের সময় চাকায় পিষ্ট হয়ে মৃত্যুবরণ
করেন। একই স্থানে সড়ক দুর্ঘটনায় অনেকে আবার পঙ্গুত্ব বরণ করেছে। তিনি দ্রুত
সময়ে ফুটওভার ব্রিজ বা আন্ডারপাস নির্মাণের জোর দাবি জানান।
হরিশ্চর
চৌরাস্তা ব্যবসায়ী সমিতির সভাপতি মো: শাহজাহান বলেন, ব্যস্ততম এই জায়গার
পশ্চিম পাশে রয়েছে হরিশ্চর হাই স্কুল এন্ড কলেজ, মাদ্রাসা ও কিন্ডারগার্টেন
স্কুল। প্রতিষ্ঠান গুলোর হাজারো শিক্ষার্থী রাস্তা পার হতে হয় জীবনের
ঝুঁকি নিয়ে। চারলেন সড়কের কাজ শেষ হবার পর ফুটওভার ব্রিজ নির্মাণের স্থান
নির্ধারণ করা হয়েছিলো দুঃখের বিষয় একটি অপশক্তি সেদিন বাঁধা দিয়ে বন্ধ করে
দিয়েছে ফুটওভার ব্রিজের কাজ। যার ফলে হরিশ্চর চৌরাস্তা এখন মৃত্যুপুরীতে
পরিণত হয়েছে। তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন যেন অল্প সময়ের মধ্যে
ফুটওভার ব্রিজ বা আন্ডারপাস নির্মাণ করা হয়।
সড়ক দুর্ঘটনায় নিহত নুরুল
আমিন এর বড় ভাই লাকসাম বাজারের ব্যবসায়ী মো: নুর নবী মানববন্ধনে অংশগ্রহণ
করে আবেগাপ্লুত হয়ে বলেন আর যেন কোন মায়ের বুক খালি না হয় সড়ক দুর্ঘটনায়।
আমরা সড়কে মৃত্যুর মিছিল চাই না। আমরা নিরাপদ সড়ক চাই।
এতে আরও বক্তব্য
রাখেন উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি কামাল হোসেন, হোমিও চিকিৎসক
জাহাঙ্গীর আলম। উপস্থিত ছিলেন পেরুল উত্তর আদর্শ সমাজকল্যাণ পরিষদের সভাপতি
ডা. হেলাল উদ্দিন সুমন সিকদার, ইকবাল হোসাইন প্রমুখ।