কনেশতলা ইসলামিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর দক্ষিণ উপজেলার নির্বাহী অফিসার, উপজেলা পরিষদ প্রশাসক এবং কনেশতলা মাদ্রাসার সভাপতি রুবাইয়া খানম।
বিশেষ অতিথি ছিলেন কনেশতলার কৃতি সন্তান ও কনেশতলা ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট মোঃ ইকবাল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মোঃ আবু তৈয়ব হোসেন।
মাওলানা মোঃ কামাল আহম্মদ মজুমদারের উপস্থাপনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা মোঃ নুরুল ইসলাম।
শুরুতে কোরআন তেলওয়াত করেন নবম শ্রেণির ছাত্র মোঃ তরিকুল ইসলাম।
বার্ষিক পরীক্ষার ফলাফল ও একাডেমিক সম্পর্কে বক্তব্য প্রদান করেন সিনিয়র সহকারী শিক্ষক মোঃ ওবায়দুর রহমান বাবু (বিএসসি)। আরও বক্তব্য প্রদান করেন কনেশতলা সবুজ সংঘের সাধারণ সম্পাদক মোঃ এমরান হোসাইন।
এসময় বক্তরা বলেন, সকলেই ছাত্রছাত্রীদেরকে ভবিষ্যত সাফল্যের কথা বলে বিভিন্ন দিকনির্দেশনা ও অনুপ্রেরণা দেন। মাদ্রাসার একাডেমিক ভবন নির্মাণ করার জন্য ১০ লক্ষ টাকার অনুদান দেয়ার প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাদের পুরস্কার বিতরণ করেন।