আলমগীর হোসেন, দাউদকান্দি
দেশের রেমিটেন্স বৃদ্ধিতে অবদানের জন্য দুবাই প্রবাসী ব্যবসায়ী মোঃ জাকির হোসেন সিআইপি পদক ও সম্মাননা পেয়েছেন।
বুধবার দুপুরে ঢাকা ওসমানী স্মৃতি মিলনায়তনে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) হিসেবে তাকে এ সম্মাননা দিয়েছে সরকার।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল পদক ও সনদ তুলে দেন। এসময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপস্থিত ছিলেন।
সিআইপি মোঃ জাকির হোসেন দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের উত্তর পেন্নাই গ্রামের হাজী বাড়ির মরহুম আবদুল মোতালেব এর ছেলে। তিনি দীর্ঘ ৩২ বছর যাবত দুবাই ব্যবসা করে দেশে রেমিটেন্স পাটিয়ে অর্থনীতিতে বিশেষ অবদান রাখছেন।
উল্লেখ, মোঃ জাকির হোসেন দেশের বাহিরে অবস্থান করায় তার পক্ষে ছোট ভাই নজরুল ইসলাম সিআইপি পদক ও সম্মাননা
গ্রহণ করেন। এর আগে ২০২৩ সালের ৩০ ডিসেম্বর প্রথম বার সিআইপি পদক লাভ করেন তিনি।