ব্রাহ্মণবাড়িয়া
প্রতিনিধি: গতকাল বৃহষ্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের চর-ইসলামপুর
ইউনিয়নের মোহাম্মদপুর সুন্নিয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল আলমগীর হোসেনের
অর্থ আত্মসাতের বিরুদ্ধে মানববন্ধন করেছে শিক্ষকবৃন্দ ও এলাকাবাসী। সকাল
সাড়ে ১০টার দিকে মাদ্রাসার প্রাঙ্গনে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন উক্ত
প্রতিষ্ঠানের ইবতেদায়ে শিক্ষক আব্দুর রহমান হুজুর, প্রতিষ্ঠানের কৃষি
শিক্ষক নূরে আলম, শিক্ষক আক্তার হোসেন, ইউপি সদস্য হাজী আবুল কালাম, সাবেক
শিক্ষার্থী মোঃ মাসুক, সাইদুল ইসলাম, মহসিন পারভেজ প্রমুখ। বক্তারা বলেন,
এই শিক্ষা প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে সুমানের সাথে রেজাল্ট করে আসছে।
কিন্তু মাদ্রাসার প্রিন্সিপাল পদে আলমগীর হোসেন যোগদানের পর থেকে মাদ্রাসায়
শিক্ষার মান উন্নোয়ন বাদ দিয়ে দুর্নীতির মহোৎসব শুরু করেন। সরকারী ফান্ড
থেকে প্রাপ্ত টাকা উত্তোলন করে করে ভূয়া বিলের মাধ্যমে আত্মসাত করে।
বিভিন্ন সময় মাদ্রাসার শিক্ষার্থীদের কাছ থেকে উপবৃত্তি, ফরম ফিলাপ,
প্রবেশপত্র, শিক্ষকদের টিউশন ফি এর নাম করে অতিরিক্ত টাকা আদায় করে। এসব
টাকার ব্যয় সংক্রান্ত বিল-ভাউচার দেখাতে ব্যর্থ হয়েছেন। নিয়োগ প্রাপ্তির পর
কম্পিউটার অপারেটর ও আয়ার কাছ থেকে উৎকোচ নেন প্রিন্সিপাল আলমগীর হোসেন।
শিক্ষা প্রতিষ্ঠানটির রেজাল্ট দিন দিন খারাপ হতে শুরু করে। এ বিষয়ে কোন কথা
বললেই বিভিন্ন ভাবে হয়রানি চেস্টা করা হয়। ছাত্রীদের হিজাব পড়তে বাঁধা
প্রদান করেন তিনি। এসব ঘটনায় বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট
অভিযোগ দেয় শিক্ষকরা ও স্থানীয় এলাকাবাসী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা
সাইফুল ইসলাম অভিযোগপত্রের সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত হচ্ছে।
এখন বিষয়টি নিয়ে কিছু বলা যাবে না। তদন্ত হওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া
হবে।