গত
৩০ অক্টোবর ২০২৪ ইং রোজ বুধবার, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ৪নং শ্রীপুর
ইউনিয়নের গান্দাছি গ্রামে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় ও
ডেভেলপমেন্ট ফর সোসাইটির উদ্যোগে ১১টি বন্য কবলিত পরিবারের মাঝে বিনামূল্যে
৩টি ঘরমেরামত, ৩টি টিউবওয়েল ও ৫সেট স্যানিটারী লেট্রিণ বিতরণ করা হয়েছে।
সভায়
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেড. এম. মিজানুর রহমান খান, উপপরিচালক
জেলা সমাজসেবা অধিদপতর, কুমিল্লা। বিশেষ অতিথি মোঃ সাহিদুর রহমান, উপজেলা
সমাজ সেবা কার্যালয়, চৌদ্দগ্রাম, কুমিল্লা ও আব্দুল হাই, প্যানেল
চেয়ারম্যান ০১, উজিরপুর ইউনিয়ন পরিষদ, চৌদ্দগ্রাম, কুমিল্লা।
প্রতিষ্ঠানের
নির্বাহী পরিচালক মোঃ বাহারুর ইসলামের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন
সংস্থার কো-অডিনেটর (হিসাব) নিগার ইসলাম, হিসাব ও নিরীক্ষা কর্মকর্তা মোঃ
মোসলেহ উদ্দিন (টিপু), মিয়াবাজার শাখার ম্যানেজার মোঃ আব্দুল কাদের, কাদৈর
শাখার ম্যানেজার মোঃ বজলুর রাকিব প্রমুখ।