বৃহস্পতিবার ৩০ অক্টোবর ২০২৫
১৪ কার্তিক ১৪৩২
লালমাইয়ে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়
প্রদীপ মজুমদার
প্রকাশ: বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ১২:১২ এএম |


কুমিল্লার লালমাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন জামায়াতে ইসলামীর উপজেলা শাখার নেতৃবৃন্দ। মঙ্গলবার (১ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় উপজেলার বাগমারা বাজার গ্লোবাল টাওয়ার বারফি রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 
উপজেলা জামায়াতে ইসলামীর আমির গোলাম সারওয়ার মজুমদার কামালের সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারী ইমাম হোসাইনের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা আব্দুন নূর, বাগমারা দক্ষিণ ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা নঈম সিদ্দিকী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী ইকবাল হোসাইন, আইবিডব্লিউএফ বাগমারা বাজার শাখার সভাপতি ওয়াদুদ তালুকদার প্রমুখ।
মতবিনিময় সভায় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক চন্দন মজুমদার পুলক, সদস্য সচিব সুমন রায় চৌধুরী, পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অমর কৃষ্ণ বনিক মানিক, পূজা উদযাপন পরিষদ সদস্য রতন দে, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মানিক মজুমদার, সুরেশ সূত্রধর, বীর মুক্তিযোদ্ধা কমল রঞ্জন দাস, স্বদেশ রায়সহ ১৭টি মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদক এ সময় উপস্থিত ছিলেন। 
জামায়াত ইসলামের নেতৃবৃন্দ বলেন, একটি দেশে প্রত্যেক নাগরিকের সমান অধিকার। একজন মুসলমান যেসব অধিকার নিয়ে বসবাস করবে, একজন হিন্দু-বৌদ্ধ কিংবা খ্রিস্টান সমান অধিকার নিয়ে বসবাস করবে। কোন শব্দ প্রয়োগ করে কাউকে ছোট করা একটি জঘন্য অন্যায়, শরিয়তে এটা নাজায়েজ। দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে পূজা-অর্চনা পালন করতে পারে সেজন্য সকলকে সজাগ থাকতে হবে। দুর্গাপূজায় যেন অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে এবং কোনো দুষ্কৃতিকারী যাতে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ না পায় সে লক্ষ্যে বাংলাদেশ জামায়াত ইসলামী লালমাই শাখার পক্ষ থেকে ৯ ইউনিয়নে একটি করে স্বেচ্ছাসেবক টিম কাজ করবে।













সর্বশেষ সংবাদ
এক বছরে সাড়ে ৩ শ ধর্ষণের অভিযোগ কুমিল্লায়
সংস্কার কমিশনের রিপোর্ট পেলে ধারনা করা যাবে নির্বাচন কবে হবে: সিইসি
আজ কুমিল্লায় আসছেন সিইসি
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
এক বছরে ৯৬ বেওয়ারিশ লাশ দাফন কুমিল্লায়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জিয়া সাইবার ফোর্স- কুমিল্লা উত্তর জেলা কমিটি অনুমোদন
কুমিল্লা ইকরা মডার্ণ স্কুলের বার্ষিক ফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কুমিল্লায় বিজিবি অভিযানে ৬০ কেজি গাঁজা জব্দ
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
এক বছরে ৯৬ বেওয়ারিশ লাশ দাফন কুমিল্লায়
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২