সোমবার ৭ অক্টোবর ২০২৪
২২ আশ্বিন ১৪৩১
মোহাম্মদ আজিজুল হক বুড়িচং থানার নতুন ওসি
সৌরভ মাহমুদ হারুন
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ১২:১৬ এএম |


কুমিল্লার বুড়িচং থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে মোহাম্মদ আজিজুল হক  যোগদান করেছেন। তিনি নতুন ওসি হিসেবে গত শনিবার রাতে এ থানায় যোগদান করেন।  ওসি আবুল হাসানাত খন্দকারের বদলীজনিত কারণে চট্টগ্রাম ডাবলমুরিং থানা থেকে বদলী হয়ে বুড়িচং থানায়  মোহাম্মদ আজিজুল হক যোগদান করেন। তিনি চট্টগ্রাম ডাবলমুরিং থানায় (ওসি) তদন্ত হিসেবে অত্যন্ত সুনামের সাথে  কর্মরত ছিলেন। মোহাম্মদ আজিজুল হক ২০০৫ সনে  এসআই হিসেবে ফেনীতে যোগদানের মধ্য দিয়ে  প্রথমে চাকুরী জীবনে প্রবেশ করেন। পরবর্তীতে দেশের বিভিন্ন  জেলায় ও থানায় অত্যন্ত  সুনামের সাথে পুলিশী দায়িত্ব পালন  করেন। তাছাড়া তিনি রংপুর জেলার বিভিন্ন থানায় বিভিন্ন সময় দায়িত্ব পালন করেছেন। তিনি চাঁদপুর সরকারি কলেজ থেকে এম.কম ডিগ্রি অর্জন করেন।  তিনি ওসি তদন্ত হিসেবে পদোন্নতি লাভ করেন ২০১৬ সালে। তার চাঁদপুরেই বাড়ী এবং পড়াশোনায় সেখানেই তার বেড়ে ওঠা। চাকুরী জীবনে তিনি শ্রেষ্ঠ পুলিশ অফিসার হিসেবে বিভিন্ন পুরস্কারে ভূষিত হন। তিনি চাঁদপুর সদরের সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে ১৯৭৮ সনে জন্মগ্রহণ করেন।  তিনি এক ছেলে ও দুই মেয়ের জনক।
তিনি উপজেলার আইন শৃঙ্খলা বজায় রাখতে সকল দায়িত্বশীল ব্যক্তিদের সাহায্য সহযোগিতা কামনা করছেন। বুড়িচং থানা কে মাদক মুক্ত করতে চান। সেক্ষেত্রে ও সকল নাগরিকের সহযোগিতা চান। তিনি আরও বলেন ইভটিজিং, বাল্য বিয়ে এবং  কিশোর গ্যাং এর অপরাধ দমনে ও তিনি সকলকে নিয়ে কাজ করবেন। মাদক ব্যবসায়ীদের সতর্ক করে বলেন মাদক ব্যবসা বন্ধ করতে হবে না হয় বুড়িচং  ছেড়ে চলে যেতে হবে।












সর্বশেষ সংবাদ
পুনর্বাসন শুরু হয়নি কুমিল্লায় বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার
২৯-৩১ অক্টোবর কুমিল্লায় তিনদিন ব্যাপী শচীন মেলা
কুমিল্লায় দুর্গা পূজার নিরাপত্তায় বিজিবি ও আনসার মোতায়েন
আসিফ আকবরের সাথে কুমিল্লা জেলার খেলোয়াড় ও কর্মকর্তাদের মতবিনিময়
চৌদ্দগ্রামে ৮ যাত্রীকে পুড়িয়ে হত্যামামলায় যুবলীগ নেতা গ্রেফতার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আসিফ আকবরের সাথে কুমিল্লা জেলার খেলোয়াড় ও কর্মকর্তাদের মতবিনিময়
চৌদ্দগ্রামে ৮ যাত্রীকে পুড়িয়ে হত্যামামলায় যুবলীগ নেতা গ্রেফতার
অধ্যাপক নাজমা আহমেদের ইন্তেকাল
পুনর্বাসন শুরু হয়নি কুমিল্লায় বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার
কুমিল্লায় দুর্গা পূজার নিরাপত্তায় বিজিবি ও আনসার মোতায়েন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২