বুধবার ২৪ ডিসেম্বর ২০২৫
১০ পৌষ ১৪৩২
কুমিল্লা সরকারি সিটি কলেজে সচেতনতামূলক সেমিনার
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪, ১:০৭ এএম |


বিতর্ক স্কুল কুমিল্লা ও উন্মুক্ত লাইব্রেরির যৌথ উদ্যোগে কুমিল্লা সরকারি সিটি কলেজে সচেতনতামূলক সেমিনারের আয়োজন করা হয়। 
৮সেপ্টেম্বর রবিবার দুপুর ১২ টায় বিতর্ক স্কুল কুমিল্লা ও উন্মুক্ত লাইব্রেরির যৌথ উদ্যোগে কুমিল্লা সরকারি সিটি কলেজে সচেতনতামূলক সেমিনারের আয়োজন করা হয়। 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিতর্ক স্কুল কুমিল্লার প্রতিষ্ঠাতা ও সভাপতি প্রভাষক মনোয়ার মজুমদার। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা সরকারি সিটি কলেজের সুযোগ্য অধ্যক্ষ অধ্যাপক সৈয়দ আহমেদ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েসিস হোটেল এন্ড কনভেনশন হলের চিফ এক্সিকিউটিভ অফিসার রাহুল আহমেদ। 
আয়োজিত অনুষ্ঠানে বিতর্ক স্কুল কুমিল্লার সারা শহর জুড়ে খাবার অপচয় রোধে মানবিক কার্যক্রম ও কুমিল্লায় প্রথম প্রতিষ্ঠিত উন্মুক্ত লাইব্রেরির পরিচিতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। 
শতাধিক ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রভাষক মনোয়ার মজুমদার বলেন প্রতিটি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা যদি এই ধরনের মানবিক সেবামূলক কার্যক্রমের পাশাপাশি নিজেকে পরিবর্তন করার জন্য শিক্ষা বিষয়ক কো কারিকুলামের প্রতি বিশেষ নজর দেয় তবে শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে সেটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক সৈয়দ আহমদ জানান, সিটি কলেজের শিক্ষার্থীরা বরাবরই মানবিক ও শিক্ষা বিষয়ক কারিকুলামে ভালো করে আসছে। যারা এখন অধ্যায়নরত অবস্থায় আছে তাদের জন্য উত্তরোত্তর সাফল্য কামনা করেন তিনি। রেস্টুরেন্ট প্রতিনিধি হিসেবে বিশেষ অতিথির বক্তব্যে রাহুল আহমেদ জানান খাবার অপচয় রোধে হোটেল মালিক থেকে শুরু করে গ্রাহকদেরও সচেতনতা অবলম্বন করতে হবে। যদিও এটি দীর্ঘমেয়াদী একটি প্রক্রিয়া। তবুও সকলের সম্মিলিত প্রয়াসে খাবারের অপচয় রোধে সবাই এগিয়ে এলে ডাস্টবিনে ফেলার মতো কোনো খাবার অবশিষ্ট থাকবে না।













সর্বশেষ সংবাদ
এক বছরে সাড়ে ৩ শ ধর্ষণের অভিযোগ কুমিল্লায়
সংস্কার কমিশনের রিপোর্ট পেলে ধারনা করা যাবে নির্বাচন কবে হবে: সিইসি
আজ কুমিল্লায় আসছেন সিইসি
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
এক বছরে ৯৬ বেওয়ারিশ লাশ দাফন কুমিল্লায়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জিয়া সাইবার ফোর্স- কুমিল্লা উত্তর জেলা কমিটি অনুমোদন
কুমিল্লা ইকরা মডার্ণ স্কুলের বার্ষিক ফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কুমিল্লায় বিজিবি অভিযানে ৬০ কেজি গাঁজা জব্দ
এক বছরে সাড়ে ৩ শ ধর্ষণের অভিযোগ কুমিল্লায়
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২