মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া।।
"ভরবো
মাছে মোদের দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ" এই প্রতিপাদ্যে কুমিল্লার বরুড়া
উপজেলায় জাতীয় মৎস্য ২০২৪ উদ্বোধন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আলোচনা
সভা, র্যালি ও সকাল নয়টা থেকেই প্রান্তিক মৎস্য চাষিদের মৎস্য সেক্টরের
সাফল্য নিয়ে প্রমাণ্য চিত্র প্রদশন করা হয়েছে।
৩১ জুলাই, বুধবার সকালে
উপজেলা প্রশাসন মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বরে র্যালি শেষে উপজেলা
পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করা হয়।
পোনা অবমুক্ত করা শেষে উপজেলা
নির্বাহী অফিসার ন্যু এমং মারমা মংয়ের সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা
সুরাইয়া জামান নিতুর সার্বিক ব্যবস্থাপনা বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তনে
আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হামিদ
লতিফ ভুঁইয়া কামাল। বিশেষ অতিথি ছিলেন বরুড়া পৌরসভার মেয়র মোঃ বকতার হোসেন,
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহমেদ হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার
পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহিবুছ সালাম খাঁন, উপজেলা প্রাণী সম্পদ
কর্মকর্তা ডাঃ নাছরিন সুলতানা তনু, বরুড়া থানা অফিসার ইনচার্জ রিয়াজ উদ্দিন
চৌধুরীসহ সফল মৎস্য চাষী এবং গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ। এসময় বক্তারা
মৎস্য সেক্টরে নিজেদের ও সরকারের সাফল্য তুলে ধরেন।