বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২
প্রত্যেক উপজেলায় ব্যায়ামাগার স্থাপনে সংসদীয় কমিটির সুপারিশ
প্রকাশ: বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪, ১২:৩৮ এএম |



দেশের প্রত্যেক উপজেলায় দ্রুততার সঙ্গে ব্যায়ামাগার স্থাপনে সুপারিশ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
বুধবার (৩১ জুলাই) জাতীয় সংসদ ভবনে দ্বাদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩য় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন মো. জাহিদ আহসান রাসেল। বৈঠকে কমিটি সদস্য শফিকুল ইসলাম শিমুল, আব্দুস সালাম মুর্শেদী, মোহাম্মদ সোলায়মান সেলিম এবং মহিউদ্দিন মহারাজ অংশগ্রহণ করেন। 
বৈঠকে কমনওয়েলথ গেমসে প্রথম সোনাজয়ী শুটার আতিকুর রহমানের মৃত্যুতে কমিটি থেকে শোক প্রস্তাব গ্রহণ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়। বৈঠকে ২য় বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়ন, অগ্রগতি, যুব উন্নয়ন অধিদপ্তরের সার্বিক কার্যক্রম এবং বাংলাদেশ শুটিং ফেডারেশনের সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
সংসদ সচিবালয় জানায়, কমিটি নাটোর জেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের লক্ষ্যে পূর্বে নির্ধারিত জায়গার পরিবর্তে নতুন জায়গা নির্ধারিত হওয়ার পরিপ্রেক্ষিতে স্থানীয় সংসদ সদস্যকে অন্তর্ভুক্ত করে দুই জায়গা সরেজমিন পরিদর্শনের পর সিদ্ধান্ত গ্রহণের সুপারিশ করা হয়েছে। এছাড়া বৈঠকে দেশের প্রত্যেকটি উপজেলায় ব্যায়ামাগার স্থাপনের লক্ষ্যে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে উদ্যোগ নেওয়ার সুপারিশ করা হয়।
 বৈঠকে কমিটি বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন থেকে অসচ্ছল ক্রীড়াবিদদের যে আর্থিক সহায়তা প্রদান করা হয়, তা বাছাইকরণের চূড়ান্ত প্রক্রিয়ায় স্থানীয় সংসদ সদস্যদের অন্তর্ভুক্ত করার সুপারিশ করে।
বৈঠকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।












সর্বশেষ সংবাদ
এক বছরে সাড়ে ৩ শ ধর্ষণের অভিযোগ কুমিল্লায়
সংস্কার কমিশনের রিপোর্ট পেলে ধারনা করা যাবে নির্বাচন কবে হবে: সিইসি
আজ কুমিল্লায় আসছেন সিইসি
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
এক বছরে ৯৬ বেওয়ারিশ লাশ দাফন কুমিল্লায়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা ইকরা মডার্ণ স্কুলের বার্ষিক ফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
জিয়া সাইবার ফোর্স- কুমিল্লা উত্তর জেলা কমিটি অনুমোদন
কুমিল্লায় বিজিবি অভিযানে ৬০ কেজি গাঁজা জব্দ
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
‘সংস্কার কমিশনের সুপারিশের আগে সীমানা পুনর্নির্ধারণ নয়’
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২