বুধবার ২৯ অক্টোবর ২০২৫
১৩ কার্তিক ১৪৩২
দাউদকান্দি পৌরসভার ৩৫ কোটি টাকার বাজেট ঘোষণা
আলমগীর হোসেন, দাউদকান্দি।।
প্রকাশ: সোমবার, ১ জুলাই, ২০২৪, ১২:০২ এএম |


নিজস্ব উৎসের ওপর ভর করে ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৩৫ কোটি ৩১ লাখ ৪৮ হাজার ৬০৪ টাকার বাজেট ঘোষণা করেছেন দাউদকান্দি পৌরসভার  মেয়র নাইম ইউসুফ সেইন ।
রবিবার দুপুর সাড়ে ১২টার সময়  পৌরসভার সভাকক্ষে এবাজেট ঘোষণা করেন তিনি। তবে গত বছরের তুলনায় এবার বাজেটের আকার কমেছে।
এবারের  বাজেটে  ব্যয় নির্ধারণ করা হয়েছে ৩০ কোটি ৮৭ লাখ ৬০ হাজার টাকা। উদ্ধৃত দেখানো হয়েছে ৪ কোটি ৪৩ লাখ ৮৮ হাজার টাকা।  
বাজেটে রাজস্ব আয় ১১ কোটি ২৪ লাখ ১৫ হাজার ৯৫৯ টাকা এবং রাজস্ব ব্যয় ৮ কোটি ৮৫ লাখ ৬০ হাজার টাকা দেখানো হয়েছে। উন্নয়ন আয় দেখানো হয়েছে ২৪ কোটি ৭ লাখ ৩২ হাজার ৬৩৪ টাকা এবং উন্নয়ন ব্যয় ২২ কোটি ২ লাখ টাকা।
মেয়র নাইম ইউসুফ সেইন বলেন, দাউদকান্দি  পৌরসভাকে একটি নান্দনিক, যানজটমুক্ত সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে পৌরসভা প্রশাসন কাজ করছে। পৌরসভার বিভিন্ন উন্নয়ন এখন দৃশ্যমান।   উন্নয়ন কর্মকা-ের স্বার্থে বিভিন্ন দাতা গোষ্ঠী, সরকার এবং পৌরবাসীর সহযোগিতা কামনা করে তিনি উপস্থিত সকলের উদ্দেশে বলেন, সকলের সার্বিক সহযোগিতায়  আগামী ২০২৪- ২৫ অর্থবছরে ঘোষিত বাজেট অনুযায়ী পৌরসভার সকল উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে ইনশাল্লাহ।
বাজেট সভায় উপস্থিত ছিলেন, পৌর নির্বাহী কর্মকর্তা  সৈয়দ  মোহাম্মদ মনিরুজ্জামান, হিসাব রক্ষক মোঃ শাহাদাত হোসেন, প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব, সংরক্ষিত মহিলা কাউন্সিলর লাভলী আক্তার, কাউন্সিলর এনামুল হক এমেল, খন্দকার বিল্লাল হোসেন সুমনসহ অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলরগণ।













সর্বশেষ সংবাদ
এক বছরে সাড়ে ৩ শ ধর্ষণের অভিযোগ কুমিল্লায়
সংস্কার কমিশনের রিপোর্ট পেলে ধারনা করা যাবে নির্বাচন কবে হবে: সিইসি
আজ কুমিল্লায় আসছেন সিইসি
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
এক বছরে ৯৬ বেওয়ারিশ লাশ দাফন কুমিল্লায়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জিয়া সাইবার ফোর্স- কুমিল্লা উত্তর জেলা কমিটি অনুমোদন
কুমিল্লা ইকরা মডার্ণ স্কুলের বার্ষিক ফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কুমিল্লায় বিজিবি অভিযানে ৬০ কেজি গাঁজা জব্দ
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
এক বছরে ৯৬ বেওয়ারিশ লাশ দাফন কুমিল্লায়
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২