রোববার ১৫ জুন ২০২৫
১ আষাঢ় ১৪৩২
বুড়িচংয়ে বিভিন্ন ইউনিয়নে ভূমি সেবা সপ্তাহ পালিত
প্রকাশ: সোমবার, ১০ জুন, ২০২৪, ১:০১ এএম |

 
বুড়িচং প্রতিনিধি: 'স্মার্ট ভূমি সেবা, স্মার্ট  নাগরিক ' - এ প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে কুমিল্লার বুড়িচং উপজেলার বিভিন্ন  ইউনিয়নে ভূমি সেবা সপ্তাহ সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হকের সার্বিক তত্ত্বাবধানে পালিত হচ্ছে।
বাকশীমূল ইউনিয়ন ভূমি অফিসের উদ্যোগ গতকাল ৯ জুন  ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীগণ এবং আগত সেবাপ্রার্থীগণকে সেবা প্রদান করেন।
উপস্থিত ছিলেন বাকশীমূল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. হারুনুর রশীদ, উপসহকারী ভূমি কর্মকর্তা ফরিদা আক্তার, অফিস সহায়ক তোফায়েল আহমেদ ও আবুল খায়ের।
রাজাপুর  ইউনিয়ন ভূমি অফিসের উদ্যোগে ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীগণ এবং আগত সেবাপ্রার্থীগণকে সেবা প্রদান করেন। এসয় উপস্থিত ছিলেন রাজাপুর সাইফুল্লাহ, অফিস সহায়ক তাহমিনা আক্তার।
এছাড়া, বুড়িচং সদর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা মোর্শেদ আলম, অফিস সহায়ক মো. লিয়াকত আলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,ইউনিয়ন পর্যায়ে ৮-১৪  জুন পর্যন্ত চলবে। ভূমি অফিসের সেবা গ্রহণ করার জন্য সকল সেবা প্রার্থীদের আমন্ত্রণ জানিয়েছে বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হক। এছাড়া,  ভূমিসেবা সপ্তাহ -২০২৪ এর উদ্বোধন উপলক্ষ্যে নতুন সাজে সজ্জিত করা হয়েছে উপজেলার ভূমি সেবা নিতে আসা সুবিধাভোগীদের হেল্পিং বুথ চালু করা হয়েছে।  অধিকন্তু,  ভূমি  অফিসে না এসে সেবা প্রার্থীরা ১৬১২২ নাম্বারে যোগাযোগ করে ভূমি সেবা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে।
ভূমি সেবা অধিকতর সহজ ও জনবান্ধবমুখী করার লক্ষ্যে ভারেল্লা ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গণে বুথ স্থাপন করা হয় এবং জনসাধারণকে সেবা প্রদান করা হয়। এসময় উক্ত অফিসের ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা রতন চন্দ্র কর্মকার, ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা অপু দাস উপস্থিত থেকে সেবা প্রদান করেন। উপস্থিত ছিলেন উক্ত অফিসের অফিস সহায়ক কবির উদ্দিন ও মনোয়ারা বেগম।












সর্বশেষ সংবাদ
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ।
ধর্মপুর কেন্দ্রীয় ঈদগাহে একশ ২৫ বছরে এই প্রথম ঈদের জামাত
পরিবহন সঙ্কটে কুমিল্লা থেকে ঢাকায় ফিরতে চরম ভোগান্তি
কুমিল্লায় ৪ জনের করোনা শনাক্ত
চান্দিনায় মোটরসাইকেল-ট্রাক্টরের সংঘর্ষ রূপ নেয় গণসংঘর্ষে দুই গ্রামের সংঘর্ষে আহত ৬, থানায় মামলা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় সন্তানকে খুশি রাখতে হেলিকপ্টারে করে বিয়ে করালেন প্রবাসী বাবা
কুমিল্লা সীমান্ত দিয়ে ভারতে টাকা পাচারকালে হুন্ডি ব্যবসায়ী আটক
কুমিল্লার দাউদকান্দিতে বাস খাদে পড়ে নিহত এক
ধর্মপুর কেন্দ্রীয় ঈদগাহে একশ ২৫ বছরে এই প্রথম ঈদের জামাত
২৪ ঘণ্টায় ১৩৪ জনের নমুনা পরীক্ষায় ১৫ জনের করোনা শনাক্ত
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২