বিপণিবিতানগুলোতে ক্রেতাদের আনাগোনা
বেড়েছে। তবে এখনও যথেষ্ট পরিমাণে বিক্রি বাড়েনি। বেশিরভাগ ক্রেতাই দাম
জিজ্ঞেস করে চলে যাচ্ছেন বলে দাবি দোকানিদের। শনিবার (২৩ মার্চ) বিভিন্ন
মার্কেট ঘুরে এমন চিত্র দেখা যায়।
বিভিন্ন মার্কেটে শুরু হয়েছে ঈদের
কেনাকাটা। বিভিন্ন মার্কেট ঘুরে ক্রেতাদের ভিড়ও দেখা গেছে। অনেকেই পরিবার
নিয়ে এসেছেন। অতিরিক্ত ভিড় এড়াতে আগে ভাগেই সেরে নিচ্ছেন ঈদের কেনাকাটা।
পছন্দের পণ্যটি নিয়ে খুশি মনে ফিরছেন তারা।
তবে ক্রেতাদের অভিযোগ এবার
পোশাকের দাম তুলনামূলক বেশি। অপরদিকে রোজার শুরুতে ক্রেতাদের এমন সমাগম
দেখে ঈদে ভালো বিক্রির আশা দেখছেন বিক্রেতারা।
ব্যবসায়ীরা বলেছেন, এবার
রমজানের প্রথম থেকেই ক্রেতাদের আনাগোনা বেড়েছে। তবে এখনও যথেষ্ট পরিমাণে
বিক্রি বাড়েনি। তবে এবার আশা করছি ভালো ব্যবসা হবে। ব্যবসায়ী সোহরাব বলেন,
এবার ক্রেতার চাহিদা মাথায় রেখে ভিন্ন ভিন্ন ডিজাইনের পোশাক উঠিয়েছি। রোজার
শুরুতে ক্রেতাদের ভিড় দেখা যাচ্ছে। আশা করছি এবার বিক্রি ভালো হবে।
তিনি বলেন, এখানে বাচ্চাদের ভালো কালেকশন আছে। দাম একটু বেশি। কোয়ালিটি ভালো। বাচ্চাদের জিনিসের দাম আরেকটু কম হলে ভালো হতো।
কানিজ
হুমায়রা নামে আরেক ক্রেতা বলেন, আমার হাজব্যান্ড ব্যবসায়ী। খুব ব্যস্ত
থাকেন। তাই তার জন্য একটা পাঞ্জাবি নিলাম। তবে গতবারের তুলনায় দাম একটু
বেশি। কিন্তু পছন্দমতো কিনতে পেরে খুশি।
শুধু মার্কেটেই নয়, ফুটপাতেও বাড়ছে ক্রেতাদের ভিড়। এসব এলাকায় ঈদের পোশাকের পাশাপাশি নিত্যপণ্য কিনতেও দেখা গেছে অনেককে।