সরকারের
নতুন মন্ত্রী হিসেবে শপথ নিলেন ব্রাহ্মণবাড়িয়ার দুই এমপি। ব্রাহ্মণবাড়িয়া-৩
আসনের র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী গৃহায়ণ ও গণপূর্ত এবং
ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের আনিসুল হক তৃতীয়বারের মতো আইন, বিচার ও সংসদবিষয়ক
মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। জেলায় দুজন পূর্ণাঙ্গ মন্ত্রী
পেয়ে উচ্ছ্বসিত ব্রাহ্মণবাড়িয়ার মানুষ। সাধারণ মানুষের প্রত্যাশা, এ দুই
মন্ত্রীর হাত ধরে উন্নয়নে এগিয়ে যাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা।
১৯৮৪ সালে
মহকুমা থেকে জেলায় রূপান্তরিত হয় ব্রাহ্মণবাড়িয়া। প্রায় ৩৫ লাখ জনসংখ্যার এ
জেলায় অন্যান্য জেলার তুলনায় উন্নয়ন তেমন হয়নি। এবার দুজন মন্ত্রী পাওয়ায়
জেলাবাসীর প্রত্যাশা অনেক বেড়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক ফোরামের
সভাপতি পীযূষ কান্তি আচার্য বলেন, দুই মন্ত্রী পেয়ে আমরা খুবই উচ্ছ্বসিত।
আশা করি তাদের হাত ধরে স্মার্ট ব্রাহ্মণবাড়িয়া হিসেবে গড়ে উঠবে আমাদের
জেলা।
জেলার জনপ্রিয় সামাজিক সংগঠন ‘বাউনবাইরার কতা’র অ্যাডমিন ডা.
মাহবুবুর রহমান এমিল বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া জেলাবাসীর দীর্ঘদিনের দাবি
সরকারি বিশ্ববিদ্যালয়, সরকারি মেডিকেল কলেজ ও ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা
যাতায়াতের এক জোড়া ট্রেন। পাশাপাশি রাস্তাঘাটসহ অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন
প্রয়োজন। এবার আমাদের প্রাণের দাবিগুলো পূর্ণ হবে বলে প্রত্যাশা করছি।’
প্রত্যাশার
কথা জানিয়ে ব্রাহ্মণবাড়িয়া খেলাঘরের সাধারণ সম্পাদক নিহার রঞ্জন সরকার
বলেন, আমাদের প্রত্যাশা দীর্ঘদিনের। প্রত্যাশা ও প্রাপ্তির যে ফারাক ছিল তা
এবার পূরণ হবে বলে আশা করি।
সামাজিক সংগঠন তরী বাংলাদেশের আহ্বায়ক
শামীম আহমেদ বলেন, একজন পরিবেশকর্মী হিসেবে আমার অনুরোধ থাকবে, নদী-প্রকৃতি
সুরক্ষা করেই যেন সব উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হয়।