মঙ্গলবার ২২ অক্টোবর ২০২৪
৬ কার্তিক ১৪৩১
এইচএসসির প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত সহ্রাধিক
প্রকাশ: রোববার, ৩০ জুন, ২০২৪, ১১:৪২ পিএম |

 এইচএসসির প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত সহ্রাধিক

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা শিক্ষা বোর্ডের আওতাধীন ৬টি জেলায় রোববার (৩০ জুন) এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার প্রথম দিনে এ বোর্ডে অনুপস্থিত ছিলেন ১ হাজার ১৫৬ জন পরীক্ষার্থী।  দুপুরে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার প্রথম দিনে বাংলা ১ম পত্র পরীক্ষায় ১ হাজার ১৫৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
এর মধ্যে কুমিল্লা জেলায় ৩৮৯ জন, চাঁদপুরে ১৩৯ জন, নোয়াখালীতে ২৩২ জন, ব্রাহ্মণবাড়ীয়ায় ১৫৩ জন, লক্ষ্মীপুরে ১১১, ফেনীতে ১৩২ জন।
প্রথম দিনে বাংলা পরীক্ষায় ৬টি জেলায় ৪৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৯৫টি কেন্দ্রে ১ লাখ ৫৮৬ জন শিক্ষার্থীর মধ্যে ৯৯ হাজার ৪৩০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। আচরণগত ত্রুটির জন্য দুই জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। এ ছাড়া চলতি বছরে কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে ৬ জেলায় নিয়মিত-অনিয়মিত ১ লাখ ১২ হাজার ৯৬৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন।
এর আগে রোববার সকালে কুমিল্লা নগরীর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. নিজামুল করিম বলেন, এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা নেওয়ার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি আমরা।
উল্লেখ্য, এইচএসসি পরীক্ষার দিনগুলোতে বৃষ্টি থাকলে প্রয়োজনে নির্দিষ্ট সময়ের আগেই কেন্দ্রের মূল ফটক খুলে দেওয়া এবং জরুরি পরিস্থিতি বিবেচনায় আধা ঘণ্টা কিংবা এক ঘণ্টা সময় সমন্বয় করে পরীক্ষা শেষ করার নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।














সর্বশেষ সংবাদ
মা ইলিশ রক্ষায় মাঠে নামলেন মৎস্য উপদেষ্টা
ভেরেইনের শতকে বড় লিড দক্ষিণ আফ্রিকার
তিন লিগের জন্য কোটি টাকার স্পন্সর পেল বিসিবি
বুড়িচংয়ের আলোচিত আদনান হায়দারসহ গ্রেপ্তার ২
দেবিদ্বারেসেনাবাহিনীর অভিযানে আটক ৭
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা শিক্ষা বোর্ডে তালা ঝুলিয়ে বিক্ষোভ
সুমি জুয়েলার্সের ২৭তম বর্ষপূর্তি উদযাপন
বুড়িচংয়ের আলোচিত আদনান হায়দারসহ গ্রেপ্তার ২
কুমিল্লা শিক্ষাবোর্ডের কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন
রাষ্ট্রপতির বিষয়ে ছাত্রসমাজই নির্ধারক, জাপা বিবেকহীন: সারজিস
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২