শুক্রবার ১৭ মে ২০২৪
৩ জ্যৈষ্ঠ ১৪৩১
কুমিল্লায় ২২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড
কুমিল্লায় বৃষ্টিতে স্বস্তি
জহির শান্ত।।
প্রকাশ: বৃহস্পতিবার, ২ মে, ২০২৪, ৯:৫৬ পিএম আপডেট: ০২.০৫.২০২৪ ১১:৪২ পিএম |

কুমিল্লায় ২২ মিলিমিটার  বৃষ্টিপাত রেকর্ডতীব্র তাপপ্রবাহের মধ্যে অবশেষে কুমিল্লায় স্বস্তির বৃষ্টি দেখা দিয়েছে। বৃহস্পতিবার (২ মে) বিকেলে ও সন্ধ্যায় কুমিল্লার বিভিন্ন উপজেলায় বৃষ্টিপাত হয়। বৃষ্টির পর জেলার তাপমাত্রা অনেকটা কমেছে। জেলার সদর দক্ষিণ, আদর্শ সদর, দেবিদ্বার, বুড়িচং, বরুড়া, চান্দিনা এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে। এসব এলাকায় মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে। পাশাপাশি হালকা দমকা হাওয়া ও বজ্রপাত হয়েছে।
কুমিল্লা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার পর থেকে রাত ৯টা পর্যন্ত ২২মিলিমিটার(২১.৬মিমি) বৃষ্টিপাত রেকর্ড করেছে কুমিল্লা আবহাওয়া পর্যবেক্ষণাগার। মূলত পর্যবেক্ষণাগার এলাকায় বৃষ্টি শুরু হয় সন্ধ্যা ৭টা ৫০মিনিট থেকে। তবে কুমিল্লার অন্যান্য স্থানে বিকেলের দিকেই দমকা/ঝড়ো বাতাস-সহ বৃষ্টি/বজ্রবৃষ্টি শুরু হয়। রাত ৯টা পর্যন্ত চান্দিনায় বৃষ্টিপাত রেকর্ড হয় ২৮.০ মিলিমিটার (পাট গবেষণা কেন্দ্রে স্থাপিত অটোমেটিক ওয়েদার স্টেশনের রিপোর্ট অনুযায়ী।)
এদিকে বৃষ্টি হওয়ায় কিছুটা স্বস্তি নেমেছে জনজীবনে।
কুমিল্লা আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাঈল ভূইয়া বলেন, কুমিল্লার বিভিন্ন এলাকায় মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে। যেসব এলাকায় আকাশে বজ্রমেঘের পরিমাণ বেশি ছিল সেখানে মাঝারি ধরনের আর যেখানে মাত্রা কম ছিল সেখানে বৃষ্টি কিছুা কম হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার পর থেকে রাত ৯টা পর্যন্ত ২২মিলিমিটার (২১.৬মিমি) বৃষ্টিপাত রেকর্ড করেছে কুমিল্লা আবহাওয়া পর্যবেক্ষণাগার।
কুমিল্লায় বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। আজকে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬৮ শতাংশ।












সর্বশেষ সংবাদ
কুমিল্লায় সুবিধাবঞ্চিত শিশুদের হৃদরোগের ফ্রি চিকিৎসা
কুমিল্লার চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পাঁচজন নিহত
কুমিল্লায় পৃথক দুই হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে স্কুল ছাত্রীর মৃত্যু
ধর্ম অবমাননার দায়ে কুবি শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
লড়াই হবে ত্রিমুখী
অবৈধ কোল্ডস্টোরেজে ২১ লাখ পিস ডিম ২৪ হাজার কেজি মিষ্টির অবৈধ মজুদ
লন্ডনে আসিফ ও অনুরাধার গান অবমুক্ত
কোরবানির চাহিদার চেয়ে অতিরিক্ত ২২ লাখ ৭৭ হাজার পশু প্রস্তুত রয়েছে
অপসারণ চেয়ে প্ল্যাকার্ড হাতে একক অবস্থান
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২ | Developed By: i2soft