বৃহস্পতিবার ৪ ডিসেম্বর ২০২৫
২০ অগ্রহায়ণ ১৪৩২
কুমিল্লা মহানগর ছাত্রলীগের নেতৃত্বে সোহেল-মুন
প্রকাশ: শনিবার, ১১ মে, ২০২৪, ১১:০২ পিএম |

কুমিল্লা মহানগর ছাত্রলীগের নেতৃত্বে সোহেল-মুনকুমিল্লা মহানগর ছাত্রলীগের ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী এক বছরের জন্য গঠিত এ কমিটিতে কুমিল্লা আইন কলেজের শিক্ষার্থী নূর মোহাম্মদ সোহেলকে সভাপতি এবং  সিসিএন বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোশারফ হোসেন মুনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

কমিটিতে স্থান পাওয়া অন্য তিনজন হলেন- সিনিয়র সহ-সভাপতি টিটু মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল হল আকাশ এবং সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম।

শনিবার (১১ মে) রাতে কুমিল্লা টাউন হল মাঠে মহানগর ছাত্রলীগের সম্মেলন শেষে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এ কমিটির ঘোষণা দেন।

এসময় সাদ্দাম হোসেন বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগের গঠনতান্ত্রিক প্রক্রিয়া অবলম্বন করে সম্মেলনের কাউন্সিলর-ডেলিগেটদের মতামতের ভিত্তিতে আগামী এক বছরের জন্য কুমিল্লা মহানগর ছাত্রলীগের ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হলো। স্বল্প সময়ের মধ্যেই কুমিল্লা মহানগর ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে ‘

দীর্ঘ ৯ বছর পর শনিবার প্রথমবারের মতো কুমিল্লা মহানগর ছাত্রলীগের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার। সম্মেলনের উদ্বোধন করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন। প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।  বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র ডা. তাহসীন বাহার সূচনা, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো. আতিক উল্লাহ খোকন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজাহারুল কবির শয়ন।

কুমিল্লা মহানগর ছাত্রলীগের আহবায়ক এ কে এম আবদুল আজীজ সিহানুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে রাখেন ছাত্রলীগের সহ সভাপতি কোহিনূর আক্তার রাখি, সহ-সভাপতি সাইফুল্লা আব্বাছী অনন্ত, সহ- সভাপতি সাদ্দাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু ইউনুস, মাদ্রাসা শিক্ষা বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম, উপ-শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক সাহিদুল ইসলাম শাকিল, উপ শিক্ষা বিষয়ক সম্পাদক নূরন্নবী প্রিন্স, উপ বেসরকারী বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক জাহিদ হোসেন পারভেজ, উপ-অটিজম বিষয়ক সম্পাদক আনোয়ারুল কবির দীপু, উপ-কারিগরী শিক্ষা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম মোল্লা, সহ সম্পাদক আতিকুর রহমান মজুমদার, সদস্য রূহুল আমিনসহ প্রমুখ।












সর্বশেষ সংবাদ
এক বছরে সাড়ে ৩ শ ধর্ষণের অভিযোগ কুমিল্লায়
সংস্কার কমিশনের রিপোর্ট পেলে ধারনা করা যাবে নির্বাচন কবে হবে: সিইসি
আজ কুমিল্লায় আসছেন সিইসি
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
এক বছরে ৯৬ বেওয়ারিশ লাশ দাফন কুমিল্লায়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জিয়া সাইবার ফোর্স- কুমিল্লা উত্তর জেলা কমিটি অনুমোদন
কুমিল্লা ইকরা মডার্ণ স্কুলের বার্ষিক ফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কুমিল্লায় বিজিবি অভিযানে ৬০ কেজি গাঁজা জব্দ
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
এক বছরে সাড়ে ৩ শ ধর্ষণের অভিযোগ কুমিল্লায়
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২