শনিবার ৮ ফেব্রুয়ারি ২০২৫
২৬ মাঘ ১৪৩১
কুমিল্লায় সাকিবের ব্র্যান্ডসপ উদ্বোধন অনুষ্ঠান দেখতে এসে যুবক বিদ্যুতায়িত
জহির শান্ত
প্রকাশ: মঙ্গলবার, ৭ মে, ২০২৪, ৪:২৩ পিএম আপডেট: ০৭.০৫.২০২৪ ১০:১০ পিএম |

কুমিল্লায় সাকিবের ব্র্যান্ডসপ উদ্বোধন অনুষ্ঠান দেখতে এসে যুবক বিদ্যুতায়িত কুমিল্লার চৌদ্দগ্রামে ক্রিকেটার সাকিব আল হাসানের একটি ব্র্যান্ডসপের উদ্বোধনী অনুষ্ঠান দেখতে এসে এক যুবক বিদ্যুতায়িত হয়েছে। মঙ্গলবার (৭ মে) বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলার ধোড়করা বাজারে এই ঘটনা ঘটে। 
বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ওসি ত্রিনাথ সাহা। তবে তাৎক্ষণিকভাবে আহত যুবকের পরিচয় জানা যায়নি। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেয়া হয়েছে। 
জানা গেছে, মঙ্গলবার কুমিল্লার চৌদ্দগ্রামের ধোড়করা বাজার এবং কুমিল্লা শহরের মনোহরপুর এলাকায় হারল্যানের দুটি ব্র্যান্ডসপ উদ্বোধন করতে কুমিল্লায় আসেন ক্রিকেটার সাকিব আল হাসান এবং অভিনেতা ইমন। সাকিব হারল্যান স্টোরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং চিত্রনায়ক মামনুন হাসান ইমন রিমার্ক-হারল্যানের এক্সিকিউটিভ ডিরেক্টর। 
মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে কুমিল্লার চৌদ্দগ্রামে এসে পৌঁছান সাকিব আল হাসান। অনুষ্ঠান শুরুর আগেই ধোড়করা বাজারে অনুষ্ঠানে স্থলের আশেপাশে মানুষের ভিড় জমতে থাকে। এ সময় অনুষ্ঠান দেখার জন্য পাশের একটি দোতলা ভবনে উঠে ওই যুবক। এরই মধ্যে ভবনের পাশে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয় সে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 
চৌদ্দগ্রামের ধোড়করা বাজারের অনুষ্ঠান শেষে সাকিব কুমিল্লা শহরের মনোহরপুর এলাকায় সোনালী স্কয়ারে  হারল্যানের পৃথক আরেকটি ব্র্যান্ডসপ উদ্বোধন করবেন। এ অনুষ্ঠানে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র তাহসিন বাহার সূচনা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। 












সর্বশেষ সংবাদ
‘খাজনা’ দিয়ে ফ্যাসিবাদ পুন:প্রতিষ্ঠার চেষ্টা চলছে :রফিকুল ইসলাম খান
কুমিল্লার সাবেক পুলিশ সুপার আবদুল মান্নান আটক
কুমিল্লায় বন্যায় ক্ষতিগ্রস্ত আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ
তৃণমূল থেকে দলকে শক্তিশালী করাই লক্ষ্য- জাকারিয়া সুমন
চৌদ্দগ্রামে আ'লীগ নেতা ও সাবেক কাউন্সিলর হালিম গ্রেফতার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের কক্ষে তালা
কুমিল্লার সাবেক পুলিশ সুপার আবদুল মান্নান আটক
কুমিল্লা আমড়াতলী উচ্চ বিদ্যালয়ের গৌরব ও ঐতিহ্যের ৫০ বছর পূর্তি
কুমিল্লায় বাহারের বাড়িতে ফের ভাঙচুর, অগ্নিসংযোগ
তৃণমূল থেকে দলকে শক্তিশালী করাই লক্ষ্য- জাকারিয়া সুমন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২