রোববার ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১
লালমাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
প্রদীপ মজুমদার :
প্রকাশ: বুধবার, ১ মে, ২০২৪, ১২:৪৭ এএম |



কুমিল্লার লালমাই উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৩০ এপ্রিল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ হেলাল চৌধুরী। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন শৃঙ্খলা কমিটির উপদেষ্টা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কামরুল হাসান শাহীন। এসময় আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান মজুমদার মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার, লালমাই থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল্লা আল মাহফুজ।এছাড়া পল্লী বিদ্যুৎ বাগমারা জোনের ডিজিএম মো. হানিফ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মতিন মোল্লা, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ভূঁইয়া, বাগমারা উত্তর ইউপি চেয়ারম্যান মো. আবুল কাশেম, পেরুল উত্তর ইউপি চেয়ারম্যান এ এস এম কামাল হোসেন দুলাল, বাকই উত্তর ইউপি চেয়ারম্যান মো, মিজানুর রহমান, ভুলইন উত্তর ইউপি চেয়ারম্যান এমরান কবীর, দক্ষিণ ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, বেলঘর উত্তর ইউপি চেয়ারম্যান হাজী আবদুল মালেক, দক্ষিণ ইউপি চেয়ারম্যান লিয়াকত হোসেন গাজী, বাগমারা দক্ষিণ ইউপি চেয়ারম্যান লোকমান হোসেন (ভারপ্রাপ্ত) উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভার শুরুতে বিগত সভার রেজুলেশন পাঠ করে সর্বসম্মতিক্রমে তা অনুমোদিত হয়। পরে চলমান তাপদাহ করণীয় এবং মাটি কাটা, মাদক, সন্ত্রাস, ইভটিজিং, কিশোর গ্যাং,যানজট নিরসন সহ উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নির্দেশনামুলক বক্তব্য দেন ইউএনও। তিনি আরও বলেন ফসলি জমির মাটি কাটালে পরবর্তীতে জমির মালিককে আইনের আওতায় আনা হবে।
লালমাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল্লা আল মাহফুজ মাদক নির্মূলে সকলের সহযোগিতা কামনা করেন।












সর্বশেষ সংবাদ
সুষ্ঠু ভোট নিয়ে নানা শংকায় ভোটাররা
‘একটি জাল ভোট পড়লেই কেন্দ্র বন্ধ করে দেওয়া হবে’
রোববার মাঠে নামবে আইনশৃঙ্খলা বাহিনী
ব্রাহ্মণপাড়ায় হঠাৎ বৃষ্টিতে প্রাণ ফিরে পেল বীজতলা
চৌদ্দগ্রামে কাভার্ডভ্যানসহ ৬০ কেজি গাঁজা উদ্ধার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে চৌদ্দগ্রামে নিহত ৫
ফেনীতে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন ছিড়ে সড়কে যান চলাচল বন্ধ!
ভ্রমণ ভিসায় বাংলাদেশীদের ওপর নিষেধাজ্ঞা দিল ভারত
চেষ্টা করলে কেউ বিফলে যায় না : এমপি প্রাণ গোপাল
ট্রাফিক পুলিশের বিরুদ্ধে রিকশাচালককে পিটিয়ে দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২ | Developed By: i2soft