রোববার ১৬ নভেম্বর ২০২৫
২ অগ্রহায়ণ ১৪৩২
সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বরুড়া থানার ওসিকে প্রত্যাহার
প্রকাশ: শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৯:০৪ পিএম |

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বরুড়া থানার ওসিকে প্রত্যাহার জহির শান্ত: সুষ্ঠু ও নিরপেক্ষভাবে বরুড়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে কুমিল্লা বরুড়া থানার অফিসার ইনচার্জ (ওডি) রিয়াজ উদ্দিন চৌধুরী প্রত্যাহার করা হয়েছে।
গত ১৬ মে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (চলতি) মো: মিজানুর রহমান স্বাক্ষরিত চিঠিতে তাকে প্রত্যাহারের তথ্যটি জানা গেছে ।
আগামী ২১ মে বরুড়া উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটের চার দিন আগে ওসিকে প্রত্যাহারের এ নির্দেশনা এলো।
মহাপুলিশ পরিদর্শক বরাবর প্রেরিত চিঠিতে উল্লেখ করা হয়, 'উপর্যুক্ত বিষয়ে আদিষ্ট হয়ে জানানো যাচ্ছে যে, ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে কুমিল্লা জেলার বরুড়া থানার বর্তমান অফিসার ইনচার্জ রিয়াজ উদ্দিন চৌধুরীকে প্রত্যাহার করে তদস্তলে একজন উপযুক্ত কর্মকর্তা প্রদানের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেন।'
'বর্ণিত অবস্থায় উল্লেখিত সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করে নির্বাচন কমিশনকে অবহিত করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো।'
শুক্রবার (১৭ মে) বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার নু-এমং মারমা মং থানার ওসি প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বরুড়া থানার ওসির প্রত্যাহারের বিষয়ে আইজিপির কাছ থেকে নির্দেশনার বিষয়টি রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে জেনেছি। তবে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত বরুড়া থানায় কাউকে পদায়ন করা হয়নি।
বরুড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন বর্তমান চেয়ারম্যান এ এন এম মইনুল ইসলাম (হেলিকপ্টার প্রতীক), আব্দুল হামিদ লতিফ কামাল ভূঁইয়া (আনারস প্রতীক) এবং নাসির উদ্দিন লিংকনের (মোটরসাইকেল প্রতীক)। এছাড়াও নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে চারজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।












সর্বশেষ সংবাদ
এক বছরে সাড়ে ৩ শ ধর্ষণের অভিযোগ কুমিল্লায়
সংস্কার কমিশনের রিপোর্ট পেলে ধারনা করা যাবে নির্বাচন কবে হবে: সিইসি
আজ কুমিল্লায় আসছেন সিইসি
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
এক বছরে ৯৬ বেওয়ারিশ লাশ দাফন কুমিল্লায়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জিয়া সাইবার ফোর্স- কুমিল্লা উত্তর জেলা কমিটি অনুমোদন
কুমিল্লা ইকরা মডার্ণ স্কুলের বার্ষিক ফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কুমিল্লায় বিজিবি অভিযানে ৬০ কেজি গাঁজা জব্দ
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
এক বছরে ৯৬ বেওয়ারিশ লাশ দাফন কুমিল্লায়
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২