চান্দিনায় বৃক্ষ প্রেমীদের মিলন মেলা
Published : Thursday, 30 December, 2021 at 12:00 AM
রণবীর ঘোষ কিংকর।
'একটি গাছ বাঁচায় হাজার প্রাণ, গাছ লাগান পৃথিবী বাঁচান' এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কুমিল্লার চান্দিনায় বৃক্ষ প্রেমীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ ডিসেম্বর) চান্দিনা রেদোয়ান আহমেদ বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী ওই মিলনমেলার আয়োজন করে 'চান্দিনা গার্ডেন লাভার্স সোসাইটি'।
ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে বৃক্ষের প্রয়োজনীয়তা সম্পর্কে আগত বৃক্ষপ্রেমীরা নিজেদের মতামত ব্যক্ত করেন। এসময় উপস্থিত সকলে বাগান করা এবং বাগানের উপকারিতা সম্পর্কে আলোকপাত করেন। পাশাপাশি গাছ লাগানোর প্রয়োজনীয়তা, গাছের পরিচর্যাসহ সার্বিক বিষয়ে সকলে মতামত ব্যক্ত করেন।
পরে 'চান্দিনা গার্ডেন লাভার্স সোসাইটি' এর উদ্যোগে উপজেলার বড়গোবিন্দপুর এলাকায় অবস্থিত মৌলভী জুলফিকার আলী হেফজখানা ও এতিমখানা কমপ্লেক্সে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে একটি সুন্দর বাগান করে দেয় সংগঠনের সদস্যরা।
বৃক্ষপ্রেমীদের ওই মিলনমেলা ও মতবিনিময় সভায় সঞ্চালনার দায়িত্বে ছিলেন মোহাম্মদ জালাল হোসেন।