দেবীদ্বার অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের বার্ষিক ফলাফল ও পুরস্কার বিতরণ
Published : Thursday, 30 December, 2021 at 12:00 AM
এবিএম আতিকুর রহমান বাশার ঃ
দেবীদ্বার অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের বার্ষিক ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বুধবার সকাল ১০টায় ওই শিক্ষা প্রতিষ্ঠানের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ডাঃ মোঃ মানসুরুল হকের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মোঃ ফখরুল ইসলাম মোশাররফ হোসেনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা গজী মোঃ আনোয়ার হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শক্ষা কর্মকর্তা এ,কে,এম আলী জিন্নাহ, অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ’র উপাধ্যক্ষ মোঃ আশরাফ আলী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দেবীদ্বার মডার্ণ প্রাইভেট হাসপাতাল লিঃ পরিচালক মোঃ তমিজ উদ্দিন সরকার, অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ আলী মোল্লা, সহকারী শিক্ষক মোঃ এইচ এম মারুফ, মোঃ সুমন মিয়া, এ,আর আহমেদ হোসাইন শিক্ষার্থী নাসিফা ইসলাম, শামিম শাফি প্রমুখ।
অনুষ্ঠান শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী এবং বার্ষিক ফলাফলে কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।