পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সাথে বার্ডের চরপ্রকল্পের সুফলভোগীদের মতবিনিময়
Published : Thursday, 30 December, 2021 at 12:00 AM
গতকাল বুধবার বার্ডের রাজস্ব বাজেটের অন্তর্গত ‘অভিযোজন পদ্ধতিতে চরাঞ্চলের মানুষের জীবিকার মানোন্নয়ন’’ শীর্ষক প্রায়োগিক গবেষণা প্রকল্পের প্রকল্পভুক্ত নতুন হাসনাবাদ গ্রামের সুফলভোগীদের সাথে ভার্চুয়াল মাধ্যমে মত বিনিময় করেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সম্মানিত অতিরিক্ত সচিব (প্রশাসন ও বাজেট) চন্দন কুমার দে। সুফলভোগীগণ প্রকল্প হতে প্রাপ্ত কম্পোনেন্ট ভিত্তিক বিভিন্ন সুফলের বিষয়ে অতিরিক্ত সচিবকে অবহিত করেন। মতবিনিময় সভায় ভার্চুয়াল মাধ্যমে বার্ড প্রান্ত থেকে যুক্ত ছিলেন বার্ডের প্রকল্প বিভাগের পরিচালক ড. কামরুল হাসান এবং যুগ্ম পরিচালক আইরিন পারভিন। প্রকল্পভুক্ত নতুন হাসনাবাদ গ্রাম থেকে সভায় যুক্ত ছিলেন প্রকল্প পরিচালক ও উপ পরিচালক মোঃ রিয়াজ মাহমুদ, এপিডি ও সহকারী পরিচালক আব্দুল্লা-আল-মামুন এবং সহকারী পরিচালক (প্রকল্প) মাহাম্মদ আশরাফুর রহমান ভূঞা।